Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন আইফোনে বাঁকানো ডিসপ্লে

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

চার ইঞ্চি ডিসপ্লে­র আইফোন বাজারে এসেছে গত সপ্তাহে। এরই মধ্যে গুজব চলছে পরবর্তী ফোন নিয়ে। আইফোন৭ নামের ফোনটিতে শুধু বাকানো ডিসপ্লে থাকবে তা নয়, হবে পানিনিরোধকও। গুজব রটেছে, আইফোন৭ ও আইফোন৭ প্লাস নামে দুটি ফোন বাজারে আনতে যাচ্ছে অ্যাপল। এর মধ্যে আইফোন ৭ প্লাস হবে বড় ডিসপ্লে­র। স্যামসাংয়ের সঙ্গে পাল্লা দিয়ে যুক্ত করা হতে পারে কার্ভ বা বাঁকানো ডিসপ্লে। চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে এটি। আইফোনে প্রথমবারের মতো যুক্ত করা হবে এ প্রযুক্তি। এ ছাড়া নতুন ফোনে হেডফোন জ্যাক নাও থাকতে পারে। বৃষ্টি কিংবা পানিতে যেন অনায়াসে ব্যবহার করা যায় সে জন্য থাকতে পারে পানিরোধক সুবিধা। ডিজাইনে নতুনত্ব আনতে পারে টেক জায়ান্টটি। ধারণা করা হচ্ছে, আগের আইফোন ৬এসের তুলনায় আরও হালকা ও পাতলা হতে পারে ডিভাইসটি। হার্ডওয়্যারে ক্ষেত্রে র‌্যাম ও প্রসেসর আপডেট করা হতে পারে। এটি দেখতে হলে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন আইফোনে বাঁকানো ডিসপ্লে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ