Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার এলো সেলফি ড্রোন

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সেলফি জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। সেলফির জন্য আবিষ্কার হচ্ছে নিত্যনতুন সব সুবিধা। সেই ধারাবাহিকতায় এবার এলো সেলফি ড্রোন। অনেক আগেই আবিষ্কৃত হয়েছে সেলফি স্টিক। তবে লম্বা, ঢ্যাঙা স্টিকটা নিয়ে নাকি আর চলা যাচ্ছিল না। আবার ফোনেও ঠিকঠাক মতো গ্রুপফি ওঠে না। দেখা যায় হাতও। অগত্যা ভাবতে ভাবতে উপায় বেরোল। সেটাই হলো সেলফি ড্রোন। আপনি পোজ দিয়ে দাঁড়াবেন, আর ড্রোন উড়তে উড়তে আপনার ছবি তুলে নেবে। অস্ট্রেলিয়ার এক কোম্পানি সম্প্রতি বাজারে এনেছে এই সেলফি ড্রোন। জুন মাস থেকেই সারা বিশ্বের বাজারে পাওয়া যাবে এটি। এই সেলফি ড্রোনের মাধ্যমে ২৫ মিটার দূর থেকে ছবি তোলা যাবে। নেয়া যাবে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউও। সেলফি ড্রোনে থাকছে পাঁচ মেগাপিক্সেল ঈগঙঝ সেন্সর ক্যামেরা। আকারে ৬০০ মিলিটার বোতলের আয়তনের সমান এই ড্রোন সহজেই ঢুকে যাবে প্যান্টের পকেটে বা ব্যাগে। তবে, ভালো ছবি তোলার জন্য খরচ করতে হবে মোটা অংকের অর্থ। সেলফি ড্রোনের দাম পড়ছে প্রায় ১৭ হাজার ৬৮০ টাকা। সে যাই হোক! শৌখিনতার দাম কি আর টাকার অংকে মাপা যায়? কথায় আছে না, শখের তোলা ৮০ টাকা।
স আইটি ডেস্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার এলো সেলফি ড্রোন

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ