পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর আন্দোলনকারীরা ‘রাজাকারের বাচ্চা’ বক্তব্যের পরও প্রধানমন্ত্রীর নিরপতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রখ্যাত বাম নেতা গবেষক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা সরকারি চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের যে যৌক্তিক দাবিতে আন্দোলনরত আছেন তা মেনে না নিয়ে পুরো কোটা ব্যবস্থা তুলে দেয়ার যে কথা বলেছেন তা গ্রহণযোগ্য নয়। গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের মন্ত্রী মতিয়া চৌধুরীর সংসদে দেয়া আপত্তিকর বক্তব্যে সারাদেশের ছাত্র সমাজ ও জনগণ বিক্ষুব্ধ হলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্পূর্ণ নীরব থেকেছেন। ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশের শত শত রাবার বুলেট বর্ষণ ও মেয়াদ উত্তীর্ণ টিয়ার সেল নিক্ষেপের ফলে শতাধিক ছাত্র-ছাত্র আহত হওয়ার ঘটনা সম্পর্কেও সরকারের দিক থেকে কোন দুঃখ প্রকাশ করা হয়নি। তিনি বলেন, কোটা সংস্কারে ছাত্রদের দাবিকে পাশ কাটিয়ে পুরো কোটা তুলে দেয়ার ঘোষণা সমাজের অনগ্রসর, প্রতিবন্ধী প্রভৃতি জনগোষ্ঠির স্বার্থকে ক্ষুন্ন করবে। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।