Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলন করতে হবে নেতাকর্মীদের মওদুদ

খালেদা জিয়াকে মুক্ত করতে কোটার মতো

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘আন্দোলনের বিজয়’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করতে এরকম আন্দোলন গড়ে তুলতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (বুধবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, এখনই খবরে দেখলাম, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বাংলাদেশে কোনো কোটা ব্যবস্থা থাকবে না। উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে, এই কোটা আন্দোলন কত বেগবান হয়েছে। তারা বুঝতে পেরেছেন যে এই আন্দোলন যদি চলে, তাহলে তো তাদের ক্ষমতায় থাকাটাই কঠিন হবে। আমি বলতে চাই, জনগণের বিজয় হয়েছে, সরকারের পরাজয় হয়েছে। এই আন্দোলনের প্রসঙ্গ ধরে মওদুদ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এভাবেই আগামীতে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। গণআন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে হবে এবং আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটাতে হবে। কোটা সংস্কারের আন্দোলনের ‘অনেক গভীর তাৎপর্য’ রয়েছে বলে মনে করেন মওদুদ। এই সরকারের বিরুদ্ধে সারাদেশে মানুষ ও ছাত্র সমাজের পুঞ্জিভূত ক্ষোভের প্রতিফলন ঘটেছে। শুধু কোটা নিয়ে নয়, তাদের (শিক্ষার্থী) মনে অনেক ক্ষোভ। তারা তো দেখছে- দেশ কীভাবে চলছে, দেশে কী ধরনের গণতন্ত্র আছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের সমালোচনাকারী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পদত্যাগ দাবি করে মওদুদ বলেন, এই মতিয়া চৌধুরী, আমার মনে হয় তার উচিৎ হবে পদত্যাগ করা। তা নাহলে সারা জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। কারণ এই ছাত্রসমাজ যারা আন্দোলন করছেন, তাদেরকে রাজাকার বলে আমরা মনে হয় উনি মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। মওদুদ বলেন, এখন আওয়ামী লীগ সরকারের অবস্থা হয়েছে ওই রকম। আওয়ামী লীগ ও তার সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই বা তার সমালোচনা করলেই রাজাকার! আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে হামলার মধ্যে আওয়ামী লীগ নেতারা যে ষড়যন্ত্র খুঁজছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এই প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম, আমাদের সবাইকে পাকিস্তান সরকার ও প্রশাসন বলত, ‘এরা কমিউনিস্ট’। আমাকে পর্যন্ত কমিউনিস্ট বলত! কেন কমিউনিস্ট? সরকারবিরোধী হলেই কমিউনিস্ট। লেবার পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি এস এম ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব মো. ফরিদউদ্দিন, সহসভাপতি ফারুক রহমান, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, মেজবাউল ইসলাম, সালমান খান বাদশা, আরিফ সরকার বক্তব্য রাখেন।



 

Show all comments
  • গনতন্ত্র ১২ এপ্রিল, ২০১৮, ৭:২৬ এএম says : 0
    জনগন বলছেন, “ উল্টো ক্ষমা - ২০১৮ “ জনতার কাছে ক্ষমা চাইলে মান-সন্মানের ঘাটতি যদি হয় উনার, মামলাবাজদের দাখিল চার মামলা কোঠা ছেড়ে দৌড়ো এবার ৷ যা খুশি তারা করে যাচ্ছে ঐক্যবদ্ধ আন্দোলনে না করলে সামনা তার, উপাচার্যের মামলায় গনহারে গ্রেফতার রিমান্ডে তৈল বাহির করবে সবার ৷ মনে কেন হচ্ছে খেললো কি নোংরা খেলা ঐক্যবদ্ধতা ভাংগার জন্য কি এই মামলা, যা বলে তার উল্টো ঘটে দেখছি কতবার ভূয়া আশ্বাস দিয়ে কি সরাইলো জামেলা ????
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ১২ এপ্রিল, ২০১৮, ৯:৩০ এএম says : 0
    জনগন বলছেন, “ লোভ – ২০১৮ “ কোঠার সংস্কারের মত আন্দোলনে জানিনা পাবেন কতটুকু তার ফল , মার -পিঠ,গ্রেফতার,টিয়ার গ্যাস রাবার বুলেট নচেৎ গরম জল ৷ বিএনপি-কে নির্যাতন করতেই হবে এই কছম যেন দিয়েছন বড়স্যার, নির্যাতনের মাত্রানুযায়ী অদলি-বদলি পদোন্নতি নেতাজীর উপহার ৷ সারের বস্তার ওভার কোট হেমলেট মাথায় রাখবেন স্যার, লোভে খেয়েছে মানবতা আঘাত করতে ভাবে না আর ৷
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ১২ এপ্রিল, ২০১৮, ৯:৩০ এএম says : 0
    জনগন বলছেন, “ লোভ – ২০১৮ “ কোঠার সংস্কারের মত আন্দোলনে জানিনা পাবেন কতটুকু তার ফল , মার -পিঠ,গ্রেফতার,টিয়ার গ্যাস রাবার বুলেট নচেৎ গরম জল ৷ বিএনপি-কে নির্যাতন করতেই হবে এই কছম যেন দিয়েছন বড়স্যার, নির্যাতনের মাত্রানুযায়ী অদলি-বদলি পদোন্নতি নেতাজীর উপহার ৷ সারের বস্তার ওভার কোট হেমলেট মাথায় রাখবেন স্যার, লোভে খেয়েছে মানবতা আঘাত করতে ভাবে না আর ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ