Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটা আন্দোলনকারীদের ওপর নির্যাতন পতন ত্বরান্বিত করবে -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানিয়েছেন। তিনি আন্দোলনকারীদের উপর গভীররাতে ছাত্রলীগের সন্ত্রাসী নিরীহ ছাত্র-ছাত্রীদের পায়ের রগ কাটা এবং জুলুম অত্যাচার ও পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার আহŸান জানান। তিনি বলেন, বর্তমানে প্রচলিত ৫৬% কোটা প্রথা সম্পূর্ণ অযৌক্তিক; তাই এটাকে কমিয়ে ১০% করাই যুক্তিযুক্ত। তাহলে মেধার যথাযথ মূল্যায়ন হবে। কোটা প্রথা সংস্কার না হলে দেশ মেধাশুন্য হয়ে পড়বে। কোটা সংষ্কার আন্দোলনকারীদের দাবি মানার সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে ১ মাসের সময় নেয়ার কোন প্রয়োজন নেই। এটা ইচ্ছা করলে একদিনেই সম্ভব। কেননা এজন্য সংসদে বিল পাশেরও প্রয়োজন নেই। শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করেই তা বাস্তবায়ন করা সম্ভব। পীর সাহেব বলেন, ছাত্র সমাজের আন্দোলন প্রতিহত করার শক্তি কারো নেই। কাজেই আন্দোলনকারীদের সকল যৌক্তিক দাবি মেনে নিতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ