পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শাহবাগসহ রাজধানীর বিভিন্ এলাকায় শিক্ষার্থীদের অবস্থানের কারনে পুরো নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়। আর এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গতকাল বুধবার সকাল নয়টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর থেকে ৩২ নম্বর পর্যন্ত সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ফলে গাবতলী-সায়েন্সল্যাব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে বাস যাত্রীদের হেঁটে গন্তব্যে রওয়ানা দিতে দেখা গেছে। সকাল থেকেই পান্থপথ মোড় ও গ্রিন রোড সড়ক বন্ধ করে এশিয়া প্যাসিফিক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করে। গতকাল দুপুরে ধানমন্ডি এলাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ, নর্দার্ন ইউনিভার্সিটি, ইউডার শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয়। তারা ধানমন্ডির জিগাতলা থেকে মোহাম্মদপুর পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করে। গতকাল দুপুর ১২টার দিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক বন্ধ করে অবস্থান নেয়। ফলে মিরপুর-ফার্মগেট-মহাখালীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আসাদগেট এলাকায় এভারেস্ট পরিবহনের চালক আউয়াল বলেন, প্রায় দেড় ঘণ্টায় শ্যামলী থেকে আসাদগেট এসেছি। অনেকগুলো রাস্তা বন্ধ থাকায় বাকি রাস্তাগুলোতে চাপ বাড়ায় যানজট বেড়েছে।
বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফুল করিম গতকাল দুপুরে বলেন, আমার এলাকার মধ্যে যমুনা ফিউচার পার্কের সামনে নর্থ-সাউথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছেন। দুইপাশে রাস্তা বন্ধ করে দেয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ, এলিফেন্ট রোড নিউমার্কেট এলাকার সব রাস্তা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিল শুরু করে শাহেব বাজার মোড়ে অবস্থান নেয়। এতে গুলিস্তান থেকে সদরঘাট এবং ঢাকা-মাওয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা সকাল ১১ টা থেকে দিকে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় মিরপুর রোড অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রীর ঘোষনার পর সন্ধ্যায় রাজধানীর সব রাস্তায় যান চলাচল শুরু করে।
জানা গেছে, রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের কারনে হাসপাতালগামী অ্যাম্বুলেন্সগুলো আন্দোলনকারীরা না আটকালেও যানজট পেরিয়ে সেগুলো আগাতে দীর্ঘ সময় লেগেছে। অসুস্থ রোগী ও তাদের স্বজনেরা সীমাহীন দুর্ভোগে পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।