Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউন্সিলর ও সংরক্ষিত আসনে আ.লীগের প্রার্থী যারা

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে দলীয় প্রর্থীদের নামের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। গত সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় হয়। এতে বলা হয় গত রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় নি¤œ লিখিত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দেয়া হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলার প্রার্থীদের নামের তালিকা: ওসমান গণি লিটন (১ নং ওয়ার্ড), হাজী আবদুল হালিম (২ নং ওয়ার্ড), মো. সাইজুদ্দিন মোল্লা (৩ নং ওয়ার্ড), এটিএম সফিউদ্দিন আহম্মেদ (৪ নং ওয়ার্ড), মো. সোহরাব উদ্দিন সরকার (৫ নং ওয়ার্ড), মো. গিয়াস উদ্দিন মোল্লা (৬ নং ওয়ার্ড), মো. হুমায়ুন কবির খান (৭ নং ওয়ার্ড), মো. সেলিম রহমান (৮নং ওয়ার্ড), মো. শফিকুল আমিন তপন (৯ নং ওয়ার্ড), মো. খলিলুর রহমান ( ১০ নং ওয়ার্ড), সঞ্জিত সরকার (১১ নং ওয়ার্ড), মো. আব্বাস উদ্দিন খোকন ((১২ নং ওয়ার্ড), মো. খোরশেদ আলম সরকার (১৩ নং ওয়ার্ড), মো. আব্দুল মজিদ বিএসসি (১৪ নং ওয়ার্ড), আলহাজ্ব আঃ হামিদ মুন্সী(১৫ নং ওয়ার্ড), আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান (১৬ নং ওয়ার্ড), আলহাজ্ব মো. রফিকুল ইসলাম (১৭ নং ওয়ার্ড), মো. ছফর আলী (১৮ নং ওয়ার্ড), মো. আঃ লতিফ তালকুদার (১৯ নং ওয়ার্ড), মো. মঞ্জুর হোসেন খান (২০ নং ওয়ার্ড), এস. এম ফারুক আহম্মেদ (২১ নং ওয়ার্ড), মো. নজরুল ইসলাম মল্লিক(২২নং ওয়ার্ড), এড. মো. শামসুজ্জামান(২৩নং ওয়ার্ড), মো. জাহাঙ্গীর আলম(২৪নং ওয়ার্ড), মো. শওকত আলম(২৫নং ওয়ার্ড), মো. আব্দুল করিম(২৬ নং ওয়ার্ড), মো. জবেদ আলী (জবে) (২৭নং ওয়ার্ড), এড. মো. জাকির হোসেন(২৮ নং ওয়ার্ড), মো. আফসার উদ্দিন(২৯ নং ওয়ার্ড), মো. জান্নাতুর রহমান(৩০ নং ওয়ার্ড), মো. মকবুল হোসেন মোক্তার(৩১ নং ওয়ার্ড), আলহাজ্ব মোহাম্মদ আলী(৩২ নং ওয়ার্ড), মো. মিজানুর রহমান(৩৩ নং ওয়ার্ড), মো. জহিরুল হক হারুক হক (হারুন সিপাহী) (৩৪ নং ওয়ার্ড), মো. নূরে আলম নূরু(৩৫ নং ওয়ার্ড), মনির হোসেন(৩৬নং ওয়ার্ড), হাজী মো. সাইফুল ইসলাম দুলাল(৩৭ নং ওয়ার্ড), আলহাজ্ব মো. জিল্লুর রহমান মুকুল(৩৮ নং ওয়ার্ড), মাসুদুল হাসান বিল্লাল(৩৯ নং ওয়ার্ড), মো. আজিজুর রহমান শিরিশ(৪০নং ওয়ার্ড), মো. বাসির উদ্দিন(৪১ নং ওয়ার্ড), মো. আওলাদ হোসেন(৪২নং ওয়ার্ড), মো. আসাদুর রহমান কিরণ( ৪৩ নং ওয়ার্ড), মো. মাজাহারুল ইসলাম দিপু(৪৪ নং ওয়ার্ড), মো. শাহ আলম রিপন(৪৫নং ওয়ার্ড), মো. নুরুল ইসলাম নূরু(৪৬ নং ওয়ার্ড), মো. হেলাল উদ্দিন(৪৭ নং ওয়ার্ড), মো. জাকির হোসেন খোকন(৪৮নং ওয়ার্ড), মো. ফারুক হোসেন(৪৯নং ওয়ার্ড), কাজী আবু বক্কর সিদ্দিক(৫০ নং ওয়ার্ড), মো. মজিবুর রহমান(৫১ নং ওয়ার্ড), আব্দুল আলীম মোল্লা(৫২ নং ওয়ার্ড), মো. সেলিম হোসেন(৫৩নং ওয়ার্ড), ইঞ্জি. এম. এম হেলাল উদ্দিন( ৫৪ নং ওয়ার্ড), মো. দুলাল মৃধা(৫৫নং ওয়ার্ড), মো. আবুল হোসেন(৫৬ নং ওয়ার্ড), মো. গিয়াস উদ্দিন সরকার(৫৭ নং ওয়ার্ড)।
গাজীপুরের সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থীদের নামের তালিকা: ওয়ার্ড ১, ২, ৩ পারভীন আক্তার; ৪, ৫,৬ মুক্তি আক্তার; ৭, ৮, ৯ কাজী পারভীন আক্তার; ১০, ১১, ১২ শাহনাজ পারভীন; ১৩, ১৪, ১৫ মোসা. বকুল আক্তার; ১৬, ১৭, ১৮ মোসা. আমেনা খাতুন; ১৯, ২০, ২১ মোসা. সুফিয়া সরকার; ২২, ২৩, ২৪ মোসা. আঞ্জুমান আরা; ২৫, ২৬, ২৭ নাসেরা সুলতানা বেবী; ২৮, ২৯, ৩০ মোসা. আয়েশা আক্তার; ৩১, ৩২, ৩৩ সালেমা খাতুন; ৩৪, ৩৫, ৩৬ রিনা আক্তার; ৩৭, ৩৮, ৩৯ শিরিন আক্তার; ৪০, ৪১, ৪২ হোসনে আরা সিদ্দিকী জুলি; ৪৩, ৪৪, ৪৫ ফেরদৌসি জামান ফিরু; ৪৬, ৪৭, ৪৮ আফরোজা আক্তার; ৪৯, ৫০, ৫১ শিরিন আক্তার; ৫২, ৫৩, ৫৪ এড. শাহিনা আক্তার মুক্তা; ৫৫, ৫৬, ৫৭ রাখি সরকার।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা: ওয়ার্ড- ০১ শাহাদাৎ মিনা; ওয়ার্ড- ০৩ মাস্টার আব্দুস সালাম; ওয়ার্ড- ০৪ মো. গোলাম রাব্বানী; ওয়ার্ড- ০৫ মো. হারুন অর রশিদ; ওয়ার্ড- ০৬ এস এম ওয়াজেদ আলী মজনু; সংরক্ষিত আসন- ০১ (ওয়ার্ড- ০১, ০২ ও ০৩) ফাতেমা তুজ জোহরা; সংরক্ষিত আসন- ০২ (ওয়ার্ড- ০৪, ০৫ ও ১৬) সাহিদা বেগম। ওয়ার্ড- ০২ (খানজাহান আলী) মো. সাকিল আহমদ।
ওয়ার্ড- ০৭ শেখ সেলিম আহমেদ, ওয়ার্ড- ০৮ মো. সাহিদুর রহমান, ওয়ার্ড- ০৯ মোল্লা হায়দার আলী, ওয়ার্ড- ১০ ডা. এস এম সায়েম মিয়া, ওয়ার্ড- ১১ মুন্সি আব্দুল ওয়াদুদ (মুক্তিযোদ্ধা); ওয়ার্ড- ১২ মো. আসলাম খান মুরাদ; ওয়ার্ড- ১৩ এস এম খুরশীদ আলম টোনা; ওয়ার্ড- ১৪ মো. শাহজাহান জমাদ্দার; ওয়ার্ড- ১৫ মো. আমিনুল ইসলাম মুন্না; সংরক্ষিত আসন- ০৩ (ওয়ার্ড- ০৭, ০৮ ও ১০) রেহানা গাজী; সংরক্ষিত আসন- ০৪ (ওয়ার্ড- ১১, ১২ ও ১৩) পারভীন আক্তার; সংরক্ষিত আসন- ০৫ (ওয়ার্ড- ০৯, ১৪ ও ১৫) তাসলিমা আক্তার লিমা।
ওয়ার্ড- ১৬ শেখ আবিদ উল্লাহ, ওয়ার্ড- ১৭ এস এম মনিরুজ্জামান সাগর, ওয়ার্ড- ১৮ টি এম আরিফ, ওয়ার্ড- ১৯ হাজী মো. মোতালেব মিয়া, ওয়ার্ড- ২০ চ. ম. মুজিবর রহমান, ওয়ার্ড- ২৫ মো. আলী আকবর টিপু, ওয়ার্ড- ২৬ শেখ আব্দুল আজিজ, সংরক্ষিত আসন- ০৬ (ওয়ার্ড- ১৬, ১৭ ও ১৮) আমেনা হালিম বেবী, সংরক্ষিত আসন- ০৭ (ওয়ার্ড- ১৯, ২০, ২৫ ও ২৬) মাহমুদা বেগম।
২১ নং ওয়ার্ড শামছুজ্জামান মিয়া স্বপন, ২২ নং ওয়ার্ড কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩ নং ওয়ার্ড বিরেন্দ্র নাথ ঘোষ, ২৪ নং ওয়ার্ড এ এন এম মাঈনুল ইসলাম নাসির, ২৭ নং ওয়ার্ড জেড এ মাহমুদ ডন, ২৮ নং ওয়ার্ড আজমল আহমেদ তপন, ২৯ নং ওয়ার্ড মো. সাইফুল ইসলাম, ৩০ নং ওয়ার্ড এস এম মোজ্জাফফ রশিদী রেজা, ৩১ নং ওয়ার্ড এস এম আসাদুজ্জামান রাসেল, সংরক্ষিত আসন- ০৮ (ওয়ার্ড- ২১, ২২, ২৩) হালিমা ইসলাম, সংরক্ষিত আসন- ০৯ (ওয়ার্ড- ২৪, ২৭, ২৮) নিভানা পারভীন, সংরক্ষিত আসন- ১০ (ওয়ার্ড- ২৯, ৩০, ৩১) লুৎফুন নেছা লুৎফা।
এদিকে ওই বৈঠকেই স্থানীয় সরকার নির্বাচনে খুলনা সিটি কর্পোরেশনে তালুকদার আব্দুল খালেক এবং গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউন্সিলর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ