Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাছির-মজুমদার পরিষদের জয়

সিইউএফএল সিবিএ নির্বাচন

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে নাছির-মজুমদার পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছে। সম্প্রতি এ নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন সাব-কমিটি নির্বাচনে মো.নাছির উদ্দিন ২৯৫ ভোট পেয়ে তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো.আলম মজুমদার ২৩৮ ভোট পেয়ে তিনিও তৃতীয় বারের মত জয়ী হয়েছেন। নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টিতেই নাছির-মজুমদার পরিষদ জয় লাভ করে। সহ-সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মো.ইমরান খান ২০০ ভোট পেয়ে বিজয়ী হন। তবে বশর-রানা পরিষদ থেকে কেউই নির্বাচিত হননি।
নির্বাচন সাব-কমিটির চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী বলেন, শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কারখানার ৪৮৩ জন শ্রমিক ভোট দেন। নির্বাচনে দুইটি প্যানেল অংশ নেয়। ঘোষিত তফশিল মতে শনিবার নাছির-মজুমদার পরিষদকে জয়ী ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিইউএফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ