পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিকেবি ও রাকাব এর রেমিট্যান্স কর্মকর্তাদের ‘স্পট ক্যাশ রেমিট্যান্স প্রেরণকারী এক্সচেঞ্জ কোম্পানীর রেমিট্যান্স পেমেন্ট সিস্টেম’ শীর্ষক দু’দিনব্যাপী এক ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি কৃষি ব্যাংকের মিরপুরস্থ স্টাফ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উদ্ভোধনী বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) কাজী আলমগীর। স্টাফ কলেজের মহাব্যবস্থাপক নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক ঠাকুর দাস কুন্ডু , রাকাবের মহাব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান, কৃষি ব্যাংকের ডিজিএম কাজী শাহ আলম ও রাকাবের ডিজিএম এ. এ. এম আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।