Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেজাকে অর্থ দিলো বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রামের মীরসরাইয়ে গার্মেন্টস পার্ক স্থাপনের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) অর্থ দিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গত রোববার বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় ২৫ কোটি টাকার চেক দেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এ সময় বেজার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এদিকে, অপরিকল্পিতভাবে গড়ে উঠা কারখানাগুলোকে স্থানান্তরের জন্য, সেইসঙ্গে আন্তর্জাতিক মানসম্পন্ন কারখানা গড়ে তোলার লক্ষ্যে বিজিএমইএকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ দিয়েছে বেজা। এই বরাদ্দদান বিষয়ে গত বছরের ২১ মার্চ বেজা ও বিজিএমইএর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। ওইদিনই বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি) বেজাকে ২৫ কোটি টাকার চেক প্রদান করে। একই সমঝোতা স্মারকের আওতায় আজকে দ্বিতীয়বারের মতো আরও ২৫ কোটি টাকার চেক প্রদান করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিএমইএ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ