পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নুরুল হুদা ওরফে ড্রাইভার (৩৯)। মাত্র কয়েক বছর আগেও শ্যামলী পরিবহনের বাসের হেলপার ছিলেন তিনি। এখন চট্টগ্রাম নগরীতে আলিশান ফ্ল্যাটের মালিক।
স্ত্রীর নামে আছে প্রাইভেট কার। রেখেছেন ড্রাইভারও। ব্যাংকেও গচ্ছিত লাখ লাখ টাকা। তবে তিনি আলাদিনের চেরাগ পাননি। ইয়াবা ব্যবসা করেই বনে গেছেন কোটিপতি। প্রাইভেট কারে পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শনিবার গভীর রাতে পুলিশের হাতে ধরা পড়ার পর এসব কাহিনী স্বীকার করেন তিনি। ডিবির অভিযানে নগরীর পাঁচলাইশ থানার ২নং গেইট থেকে স্ত্রীর নামে রেজিস্ট্রি করা প্রাইভেট কারসহ (চট্ট মেট্রো-গ-১২-৩৭৮৫) ধরা পড়েন তিনি। এসময় গ্রেফতার করা হয় তার গাড়ি চালক মোহাম্মদ করিমকে (২৭)। নুরুল হুদার জবানবন্দীর বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, কয়েক বছর আগে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ রুটে শ্যামলী বাসের হেলপার ছিলেন তিনি। তখন বিশেষ কৌশলে টেকনাফ থেকে ইয়াবা এনে বিক্রি করা শুরু করেন। কিছুদিন পর হেলপারের চাকরি ছেড়ে দিয়ে নিজেই নেমে পড়েন ইয়াবা ব্যবসায়। রাতারাতি অঢেল ধন-সম্পত্তির মালিক হয়েছেন। টেকনাফ থেকে আনা ইয়াবা ট্যাবলেট চালকের সহায়তায় নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন তিনি। ডিবি কর্মকর্তারা জানায়, নুরুল হুদার বিরুদ্ধে চান্দগাঁও চকবাজার থানার বিরুদ্ধে আরও দু’টি মামলা রয়েছে। নুরুল হুদার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী পূর্ব সেগুনবাগিচায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির এলিগ্যান্ট টাওয়ারের ৪র্থ তলায় থাকেন।
১৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
এদিকে, কর্ণফুলী সেতু এলাকায় একটি বিলাসবহুল বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবদুল আজিজ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। আজিজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং ছগিরশাহ কাটা গ্রামের কলিম উল্লাহর পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।