Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেকেন্ড হোমে পৌনে ৪ হাজার বাংলাদেশী

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

সেকেন্ড হোম প্রকল্পে দেয়া তথ্য অনুযায়ী ২০০২ সালে চালু হওয়া এম এম ২ এইচ হচ্ছে এমন একটি কর্মসূচি, যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে অন্য দেশের একজন নাগরিক মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদি বাস করাসহ অন্যান্য সুবিধা পান। বিভিন্ন দেশ থেকে এ কর্মসূচিতে গত বছরের জুন মাস পর্যন্ত সব মিলিয়ে ৩৪ হাজার ৫৯১ জন অংশ নিয়েছেন। এই সুবিধা নিতে হলে একজন ব্যক্তিকে মালয়েশীয় রিঙ্গিতে সাত হাজার, স্বামী-স্ত্রীর জন্য সাড়ে সাত হাজার এবং দু’জন সন্তানসহ একটি পরিবারের জন্য আট হাজার রিঙ্গিত ফি জমা দিতে হয়। পরিবারের সদস্য এর চেয়ে বেশি হলে প্রতিটি সন্তানের জন্য বাড়তি আড়াই শ’ মালয়েশীয় রিঙ্গিত ফি জমা দিতে হয়। টাকার হিসাবে একটি পরিবারের জন্য এক লাখ ৬০ থেকে ৭০ হাজার টাকা ফি জমা দেয়ার নিয়ম রয়েছে। তবে সংশ্লিষ্ট মহল মনে করেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিবাস গড়তে বৈধভাবে অর্থ নেয়ার কোনো সুযোগ নেই। ফলে সেকেন্ড হোম কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন তারা মূলত টাকা পাচার করেছেন।
দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মালয়েশিয়ার সেকেন্ড হোম কর্মসূচিকে বাংলাদেশ থেকে অর্থ পাচারের একটি বড় মাধ্যম বলে চিহ্নিত করেছেন। শুধু সেকেন্ড হোম কর্মসূচি নয়, সেখানে বাড়ি-গাড়ি কেনা এবং ব্যবসা-বাণিজ্য করার জন্যও বাংলাদেশ থেকে অর্থ পাচার হচ্ছে বলে তারা মনে করছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মালয়েশিয়া সেকেন্ড হোম প্রজেক্টে যারা অংশগ্রহণ করছেন বা সুবিধাটা নিচ্ছেন তাদের কারোরই বৈধভাবে টাকা নেয়ার সুযোগ নেই। কাজেই বাংলাদেশ থেকে সেটা হুন্ডির মাধ্যমে হোক কিংবা অন্য মাধ্যমে হোক, ব্যাগ ভর্তি করে হোক বা যেভাবেই হোক এই টাকাটা মালয়েশিয়ায় পাচার হচ্ছে। এটা রোধ করা সরকারের তথা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। দুর্নীতি দমন কমিশনের তো বটেই। আর যারা টাকা পাচার করেন তাদের চিহ্নিত করা এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক আইন আছে।
মাই সেকেন্ড হোম প্রকল্প নিয়ে শুরু হওয়া দুদকের অনুসন্ধানকারী একটি দায়িত্বশীল সূত্র বলেন, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের মধ্য থেকে যেগুলোর সত্যতা পাচ্ছি সেগুলো আমলে নিচ্ছি। পরে সংশ্লিষ্টদের দুদকে ডাকা হচ্ছে। এক প্রশ্নের উত্তরে ওই সূত্রটি আক্ষেপ করে বলেন, আমরা সেকেন্ড হোমবিষয়ে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্টদের কাছে তথ্য চেয়েছিলাম। কিন্তু তারা এ সংক্রান্ত তথ্য দেবে না বলে জানিয়েছে। তবে আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বা পাচ্ছি তাদের এ দেশে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছি।
মালয়েশিয়া ‘মাই সেকেন্ড হোম’ (এম এম ২ এইচ) কর্মসূচির আওতায় পৌনে চার হাজার বাংলাদেশী নাগরিক নাম লিখিয়েছেন। এই অস্থায়ী নাগরিকত্বের জন্য যে পরিমাণ টাকা দেশটির ব্যাংকে রাখতে হয় কিংবা বিনিয়োগ করতে হয় তার বেশির ভাগ টাকা পাচার হয়েছে হুন্ডিতে। মালয়েশিয়া সরকারের রাষ্ট্রীয় এই প্রকল্পে চীন, জাপানের নাগরিকদের পরই তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশীরা। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি আমলা, রিক্রুটিং-ট্রাভেল এজেন্সির মালিক, পেশাদার ব্যবসায়ী ও সাবেক কূটনীতিকেরা আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ