পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকার নিজেই দুর্নীতি করতে করতে সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে জাগপার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। দুদক এক্ষেত্রে কোনো ভূমিকাই পালন করছে না। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে তাকে কারাগারে আটকে রেখেছে।
তিনি বলেন, সরকারের কম করে হলেও এক ডজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি তিন মন্ত্রী আছেন, যারা দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত হয়েও মন্ত্রী পদে বহাল আছেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমাদের একটিই দাবি- আগে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, পরে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। সে জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। নিজেদের ক্ষমতা ধরে রাখতে দরকার হলে দেশ পর্যন্ত বিক্রি করে দিতে পারে তারা।
তিনি বলেন, এ দেশে কেউ মুখ খুলতে পারে না। সরকারের বিরুদ্ধে মুখ খুললে হা-মীম গ্রুপের একে আজাদের মতো বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হবে। শফিক রেহমানের মতো মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হবে। তাই বর্তমান সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। সরকার যা করবে, যা বলবে তার বিরুদ্ধে চুপ থাকতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না।
‘আজ দেশের জন্য অত্যন্ত দুঃসময়, যা আমাদের জাতীয় জীবনে আর কখনও আসেনি। এই দুঃসময় শুধু বিএনপি বা খালেদা জিয়ার নয়; এটি গোটা জাতির দুঃসময়। তাই সবাইকে এক হয়ে কাজ করতে হবে; অপশাসনের পতন ঘটাতে হবে,’ বলেন মির্জা ফখরুল।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ফেসবুকে দু-একটি কথা বললেই হবে না। রাজপথে নেমে আসতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লৎফুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।