Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের তথ্য চেয়ে না পাওয়া আবারো সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নতুন করে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গত ২ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব মোস্তাক আহমেদ স্বাক্ষরিত চিঠি সকল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগে তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে জানানোর কথা থাকলেও অধিকাংশ মন্ত্রণালয় তা দিচ্ছে না। এ অবস্থ্য়া মন্ত্রণালয়গুলোতে জরুরি ভিত্তিতে নির্ধারিত ছকে নিয়োগ করা প্রার্থীদের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিস্তারিত তথ্য পাঠাতে হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১১ সালের ১৬ জানুয়ারির স্মারক অনুযায়ী, সরকারি দফতর, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যার অনুকূলে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশনা রয়েছে।
গত বছরের ১৯ জুন জারি করা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটায় যে কোনো নিয়োগের তালিকা সংযুক্ত ছকে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয় কিন্তু কয়েকটি মন্ত্রণালয় ছাড়া অধিকাংশ মন্ত্রণালয় এই তথ্য পাঠায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ