পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত গণশুনানীতে বক্তাগণ বলেন, রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় তথা গণমাধ্যম, পরিবার, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে জবাবদিহিতা চর্”া অপরিহার্য হয়ে উঠেছে। তাই সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নিয়মিত গণশুনানী আয়োজনের বিকল্প নেই। দুর্নীতি দমন কমিশন ও মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত গণশুনানীতে সভাপতিত্ব করেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মোঃ মোসাদ্দেক হোসেন। সভাপতি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলেই দুর্নীতি হ্রাস পাবে এবং জনগণের সাথে সম্প্রীতি বৃদ্ধি পাবে। তারই ধারাবাহিকতায় নিয়মিত গণশুনানী আয়োজনের মাধ্যমে বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (Grievance Redress System-GRS) আরও ত্বরান্বিত হবে।
গণশুনানীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব মোঃ মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মো: সাখাওয়াত হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (ইস্ট রিজিয়ন) কে, এম, আনোয়ার হোসেন, প্রধান, প্রশিক্ষণ ও কর্মচারী উন্নয়ন, কে এম হুমায়ূন কবীর, প্রধান পরিকল্পনা এ, এম, আমিনুল ইসলাম, প্রধান পানি ব্যবস্থাপনা মো: মাহফুজ আহমদ প্রমূখ । এছাড়া বোর্ডের সকল শ্রেণীগুচ্ছের প্রকৌশলী-অপ্রকৌশলী কর্মকর্তা, দপ্তরপ্রধানগণ ও অংশীজন স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।