Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরির মহাবিদ্যা একমাত্র আ’লীগই অর্জন করেছে : রিজভী

খালেদার চিকিৎসকদের কারাগারে যেতে বাধা

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: জিডিপির প্রবৃদ্ধি বাড়ার সরকারি ঘোষণা এটা চাপাবাজী ছাড়া আর কিছু না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ একটি বিরাট দুর্নীতি ও চুরির মহাবিদ্যালয় যেখানে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের শিক্ষা দেয়া হয়। চুরি বিদ্যা মহাবিদ্যা একমাত্র আওয়ামী লীগই অর্জন করেছে।
গতকাল বুধবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকার উন্নয়নের দুর্নীতি করছে অভিযোগ করে রিজভী বলেন, সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে আর্থিক খাত ধবংস হয়ে গেছে। রাজকোষ কেলেংকারিসহ সমস্ত ব্যাংক লুট করে ফোকলা করে দেয়া হয়েছে। ব্যাংকের স্বাভাবিক লেনদেনেও বর্তমানে প্রভাব পড়েছে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমতে কমে এখন সর্বনিম্ন পর্যায়ে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর সরকার সর্বোচ্চ জুলুম করছে অভিযোগ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, কারাবন্দী ও অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসা দিতে তার ব্যক্তিগত চিকিৎসকদের কারাগারে যেতে বাধা দেয়া হচ্ছে। ৭৩ বছর বয়স্ক জাতীয় নেত্রীর এখন প্রকৃত শারীরিক অবস্থা কেমন সেটিও আমরা জানতে পারছি না এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের সুচিকিৎসা দিতেও বাধাগ্রস্থ করা হচ্ছে।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দিয়েছেন। সরকারের প্রধানের নির্দেশে সেই জামিন প্রক্রিয়া আমরা এখন দেখছি স্থগিতাবস্থায়। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশনেত্রীর প্রাপ্য অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করছে আন্তর্জাতিক স্বীকৃত প্রাপ্ত এই স্বৈরাচার সরকার। দেশবাসী অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চায়।
খালেদা জিয়ার মুক্তি নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে তিনি বলেন, এখন জনগনের মধ্যে ব্যাপক ক্রোধ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারকে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রীর কারামুক্তি নিয়ে নিষ্ঠুর ষড়যন্ত্র বন্ধ করুন। আর যদি না করে তাহলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং পুণঃনির্বাচিত হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান মীর নাসির, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউর রহমান খান, কবির মুরাদ, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু প্রমূখ। ##

 



 

Show all comments
  • গনতন্ত্র ৫ এপ্রিল, ২০১৮, ৬:৪৫ এএম says : 0
    জনগন বলছেন, “ মহাবিদ্যা “ চুরি বিদ্যা মহাবিদ্যা যদি হাতে থাকে পাওয়ার, জবাবদিহীতার নাই টেনশন আলাউদ্দিনের বাত্তি এ চেয়ার ৷ যা খুশি তা করা যায় না করে কাউকে কেয়ার, মুখ যদি কারো বেশী নড়ে দুদক পিছনে তার ৷ সামনে চেয়েই দৌড়াতে থাকবে পিছনে না ফিরে তাকাবে আর, নির্বাচনের নাম মুখেও আনবে না ষ্ট্রোক হবে যে তার ৷ রাস্তায় নামলে পুলিশ আছে সাথে রিমান্ড বোনাস, নির্যাতন সহ্য না হলে হতে হবে লাশ ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ