Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতান্ত্রিক পন্থায়ই বায়রা নির্বাচন সম্পন্ন হবে -বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

আসন্ন বায়রা দ্বি-বার্ষিক (২০১৮-২০২০) নির্বাচন জোরেশোরে শুরু হয়েছে। নিরপেক্ষ ও গণতান্ত্রিক পন্থায়ই বায়রা দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করতে হবে। বর্হিবিশ্বে সিন্ডিকেট বিহীন শ্রমবাজার সম্প্রসারণ এবং বায়রা সদস্যদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বায়রার নির্বাচন সম্পন্ন করতে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের কালো থাবার বিরুদ্ধে বৈধ রিক্রুটিং এজেন্সি’র দীর্ঘ সংগ্রাম অব্যাহত থাকবে। গতকাল রাতে বিজয় নগরস্থ হোটেল ফারসে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের উদ্যোগে বায়রা নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন। বায়রার সাবেক সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফটেনেন্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন বায়রার সাবেক শীর্ষ নেতা ও হাবের সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া, শফিকুল আলম ফিরোজ, সাবেক এমপি গোলাম হাবিব দুলু, বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক মহাসচিব মনছুর আহমেদ কালাম, আবুল বারাকাত ভূঁইয়া, মোবারক উল্লাহ শিমুল, বায়রার সাবেক যুগ্ন-মহাসচিব-১ আলহাজ আবুল বাশার, নাসির উদ্দিন মজুমদার সিরাজ, মোসলে উদ্দিন আহমেদ। নেতৃবৃন্দ বায়রা নির্বাচনে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে নিরঙ্কুশভাবে বিজয়ী করার জন্য সর্বাতœক প্রচেষ্টা চালানোর অনুরোধ জানান। অপর দিকে, রাতে হোটেল সোনারগাঁও-এ বায়রা গণতান্ত্রিক ফ্রন্টের (বর্তমান কমিটি)-উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেতৃবৃন্দ আসন্ন বায়রা নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্টকে বিজয়ী করার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ