বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজসেবী প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন আর নেই। ইন্নালিল্লাহে ওয়াইন্না এলাইহে রাজেউন। গতকাল (বুধবার) দুপুর সাড়ে তিনটার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অুসস্থ স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ নাতিÑনাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে তিনি বরিশালের বিএম কলেজে শিক্ষকতা শুরু করেন। পরে কলেজটি জাতীয়করণ করা হলে তিনি সরকারি শিক্ষক হিসাবে বিভিন্ন সরকারি কলেজে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রিন্সিপালেরও দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষের দিকে তিনি সরকারের যুগ্ম সচিব হিসাবে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত থাকাবস্থায় অবসর গ্রহণ করেন।
অবসর জীবনে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাÐে জড়িত ছিলেন। টিআইবির উদ্যোগে বরিশালে সচেতন নাগরিক কমিটি গঠন করা হলে তিনি সংগঠনটির সদস্য হিসাবে অর্পিত দায়িত্ব পালন করেন। তিনি একটানা চার বছর বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতিও ছিলেন। এমনকি টিআইবির ট্রাস্টি বোর্ডেরও সদস্য ছিলেন প্রফেসর মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার সকালে নামাজে জানাযা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন মরহুমের লাশ দাফন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।