Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিডিআর বিদ্রোহে মৃত্যুদÐপ্রাপ্ত আসামির মৃত্যু

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি শাহী আকতার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে অসুস্থ অবস্থায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে ভর্তি করা হয়। মৃত শাহী আকতারের গ্রামের বাড়ি গাইবান্ধার গবিন্দগঞ্জ উপজেলার বারই বাড়িতে। বাবার নাম রইছ উদ্দিন। চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে দায়িত্বরত এক কারারক্ষী বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন শাহি। সে গত ৪ বছর ধরে ক্যান্সার ও ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ