Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৩ কেন্দ্র সচিবকে নোটিশ

মাদারীপুরে ভিন্ন সেটে পরীক্ষা নেয়ায় ইউএনওকে দায়িত্ব থেকে অব্যাহতি

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিন্ন সেটে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৩ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসক। সেই সাথে দায়িত্ব অবহেলার জন্যে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। মাদারীপুর জেলা প্রশাসক জানান, সোমবার সারাদেশে এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে খ সেটে হলেও মাদারীপুরের কালকিনি উপজেলার ৩ হাজার ৮৪ জন পরীক্ষার্থী ক সেটে পরীক্ষা দেয়। বিষয়টি জানাজানি হয়ে গেলে উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মধ্যে শুরু হয়েছে চরম সমালোচনার ঝড়। এ কারণে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রমথ রঞ্জন ঘটককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ঐ উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবর্তে সেখানে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা তানজিল মুমুকে আগামীতে সকল পরীক্ষার দায়িত্ব দেয়া হয়। সেই সাথে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তিন কেন্দ্র সচিবকে ৭ দিনের মধ্যে কারণদর্শাতে বলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ