Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক মো. নজরুলের দাফন সম্পন্ন

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

 বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মরহুম মো. নজরুল ইসলামকে উপজেলার আমুচিয়া ইউনিয়নে ধোরলা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল (৪ এপ্রিল) বুধবার বাদে যোহর স্থানীয় কালাইয়ারহাটস্থ পিসিসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ জানাযার নামাযে ইমামতি করেন শাহ মাবুদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিক্বত আল্লামা অধ্যক্ষ আলহাজ্ব মো. আবদুর রহীম আলকাদেরী। এসময় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, দক্ষিণ জেলা বি.এন.পি’র সাবেক সভাপতি আহমদ খলিল খান, কালেরকণ্ঠ চট্টগ্রাম ব্যুরো চিপ আবু নাঈম মোস্তফা, হাওলা দরবারের পীরজাদা নঈমুল কুদ্দুস আকবরী, কালেরকণ্ঠ সিনিয়র স্টাফ রিপোটার এস.এম. রানা, সমকাল সিনিয়র স্টাফ রিপোটার তৌফিকুল ইসলাম বাবর, সাংবাদিক মনজুর মোরশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ওবাইদুল হক হক্কানী, পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, উপজেলা জাসদের সভাপতি মনির উদ্দিন খান, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আশরাফ উদ্দিন কাজল, বোয়ালখালীর ডিজিএম মো. শাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, ইউপি চেয়ারম্যান এস.এম. জসিম, সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ, হাজী নাছের আলী, প্রেসক্লাব বোয়ালখালী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ অসংখ্য জনপ্রতিনিধি ও মুসল্লী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাংবাদিক মরহুম নজরুল ইসলাম দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেল ৪ টায় বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন মৃত্যুকালে স্ত্রী, তিন শিশু ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক নজরুল ইসলাম আমুচিয়া ইনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম মুন্সি মিয়ার ১ম পুত্র। তিনি ১৯৯২ সালের মার্চ মাসে দৈনিক ভোরের কাগজে চট্টগ্রামের বোয়ালখালী প্রতিনিধি হিসেবে যোগ দেন নজরুল ইসলাম। এরপর থেকে ভোরের কাগজে, দৈনিক ইনকিলাব ও প্রথম আলোয় দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ তিনি কালের কণ্ঠে (বোয়ালখালী-পটিয়া) আঞ্চলিক প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ