Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাযহাব মেনে চলাই হবে হাদীসের সঠিক পরিপূর্ণ ও যথার্থ অনুসরণ -মাওলানা মামুনুল হক

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামে ফেকাহ শাস্ত্রিক বা ফকিহ’দের গুরুত্ব অপরিসীম। এরাই হচ্ছেন হাদীস গবেষক। মাযহাবের প্রধানগণ হচ্ছেন একজন ফকিহ বা ফেকাহবিদ। এদের সর্বোচ্চ গবেষণা ও সহিহ শুদ্ধতা বাছাই’র মাধ্যমে পবিত্র হাদীস সমূহ সর্বোচ্চ প্রায়োগিক গুরুত্ব পেয়েছে। কাজেই মাযহাব মেনে চলাই হবে হাদীসের সঠিক, পরিপূর্ণ ও যথার্থ অনুসরণ। তিনি গত ৩ এপ্রিল নরসিংদীর বৌয়াকুড়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া কোরআনিয়া মে’রাজুল উলূম আয়োজিত খতমে বুখারি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইসমাইল নূরপুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে দরস প্রদান করেন শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী। 
স্বাগতিক বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সেক্রেটারী মুন্সি শওকত আলী। বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস, মাও. আব্দুর নূর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ