Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে একটি সমকামী বিয়ে নিয়ে তোলপাড়

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় হিন্দু-মুসলমান এবং খ্রীস্ট ধর্মাবলম্বী অত্যন্ত আন্তরিকতার মধ্যে বসবাস করছেন। এই বসবাসকে অস্থিতিশীল করে হিন্দু-মুসলামানদের মধ্যে দাঙ্গা-ফ্যাসাদ বাধাতে করা হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের প্রথম ধাপে জেলার চাটমোহর উপজেলায় হিন্দু ও এক মুসলামানের সাথে সমকামী বিয়ে হয়েছে। এলাকায় এ নিয়ে চলছে তোলপাড়। সবার মুখে মুখে এই ধরনের অনাচার নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। এই দেশে সমকামী বিয়ে কোন অবস্থাতেই আইনসিদ্ধ নয়। গত ২ এপ্রিল এই সমকামী বিয়ে হয়। এরপর বিষয়টি আর ধামাচাপা থাকেনি। ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। ওই উপজেলার প্রত্যন্ত এলাকা বিলচলন এলাকার বোঁধর গ্রামে রাম সরকারের পুত্র গগণ (২১)-এর সাথে চাটমোহর রেলওয়ে স্টেশনের নিকটবর্তী ফৈলজানা ইউনিয়নের ফৈলজানা গ্রামের হাবিল উদ্দিনের কিশোর পুত্র আল আমিন(১২)’র সমকামী বিয়ে দেওয়া হয় ধুমধাম করে। আল আমিন দেশের প্রচলিত আইন অনুসারে শিশু। এই সমকামী বিয়ে নিয়ে এলাকায় হৈচৈ পড়ে যায়। পরদিন এলাকাবাসী এই সমকামী বিয়ের বিরুদ্ধে জানতে রাম সরকারের বাড়িতে চড়াও হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এই অনৈতিক সমকামী বিয়ের ব্যাপারে গগণ সরকার একটি স্বপ্নের গালগল্প ফেঁদে সবাইকে বুঝাতে চেষ্টা করেন। গগণ সরকার জানায়, তার পিতা অসুস্থ হলে তার মাতা গোপালী সরকার পিতা সুস্থ্য হলে পূজা দিতে চেয়েছিলেন। অপারেশনের পর গগণের পিতা রাম সরকার সুস্থ্য হলে পূজা আর দেওয়া হয়নি। এক সপ্তাহ আগে আল-আমিন তাদের বাড়িতে এসে বলে পূজা কেন দেওয়া হয়নি। আল-আমিনের কথায় তার পিতামাতা হতবাক হয়ে যান এবং এর মধ্যে পিতা স্বপ্নে দেখেন, আল আমিনের সাথে তাকে শিব এবং আল আমিনকে পার্বতী সাজিয়ে বিয়ে দিলে পরিবারের মঙ্গল-কল্যাণ হবে। এরপরই তাদের সমকামী বিয়ে হয়। রাম সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য চাটমোহর থানায় নিয়ে আসা হয়েছে। আল আমিনকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই অনৈতিক সমকামী বিয়ে এখন চাটমোহরের টক অব দ্যা উপজেলায় পরিণত হয়েছে। নানাজন নানাভাবে বিশ্লেষণ করছেন। কেউ বলছেন, হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা-ফ্যাসাদ সৃষ্টির ষড়যন্ত্র করছে। আবার কেউ কেউ বলছেন, ঐ কিশোরের সাথে গগণের আগে থেকেই সমকামী সম্পর্ক গড়ে ওঠে, যে কারণে এই ঘটনা ঘটেছে। স্বপ্নের কথা কেউ আমলে নিচ্ছেন, দায় এড়াতে স্বপ্নের গল্প ফাঁদা হয়েছে। ওসি এসএম আহসান হাবিব দৈনিক ইনকিলাবকে জানান, রাম সরকার এবং গগণকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পাবনার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাদেরকে গতকাল কোর্ট হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। ওসি আরো জানান, ষড়যন্ত্র করে আর অনৈতিক কাজ করে কোন অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া হবে না। পুলিশ সজাগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ