বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালন্দ ( রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর সুলতানপুর এলাকায় কালিপূজাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আশুতোষ মালো নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় শিমুল মালো ও নরেন্দ্রনাথ মালো নামে দু’জন আহত হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জন কে আটক করেছে। নিহত আশুতোষ মালো রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাতলাগাড়ি গ্রামের খগেন্দ্রনাথ মালোর ছেলে। রাজবাড়ী থানা ওসি মোঃ তারিক কামাল জানান, সুলতান ইউনিয়নের কাতলাগাড়ি গ্রামে লক্ষণ মন্দিরের জমি নিয়ে ওই এলাকার খগেন্দ্রনাথ মালো ও জগোদিশ মালোর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাত ১১টার দিকে কালিপূজা অনুষ্ঠানে প্রথমে তর্কাতর্কি ও পরে মারামারি হয়। মারামারিতে আশুতোষ মালো লাঠির আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্য হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মুক্তি মালো বাদি হয়ে জগদীশ মালো, পরেশ মালো, প্রেম কুমার মালো,অপুট মালো, লক্ষন মালো, সুকুমার মালো, আশু মালো, সঞ্চয় মালো, সুজন মালো, শ্যামল মালো, আমোদ মালোসহ ১১ জন ও অজ্ঞাতসহ মামলা দায়ের করেছে, পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে সঞ্জয় মালো নামে এক ব্যক্তিকে আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।