Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : তরুণীকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যার দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদÐের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন। দÐিতরা হলেন সুজন কুমার দাশ, সমীর দে এবং যদু ঘোষ। এদের মধ্যে গ্রেফতার সুজন কুমার দাশকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামি পলাতক। ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম সেন্টু বলেন, ধর্ষণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদÐের সাজা দিয়েছেন। ২০১১ সালের জুনে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার শ্মশান থেকে ওই তরুণীর পোড়া লাশ উদ্ধার করা হয়। ওই তরুণীকে ধর্ষণের পর লাশ গুম করতে পোড়ানোর চেষ্টা করে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ