প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট : আল মাসুদ, গানকে ভালোবাসেন সেই ছোট বেলা থেকেই। ২০১৩ সালে অনুষ্ঠিত ‘এয়ারটেল-রেডিও ফূর্তি ইয়াংস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। এরপর থেকেই গানের সাথে পথচলা। প্রকাশ করেছেন একাধীক গান। এরই ধারাবাহিকতায় নতুন গান ‘আমাদের সেই প্রেম’ নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। গানটি লিখেছেন ও সুর করেছেন নাহিদ হাসান আর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। গানটি প্রকাশ করছে ‘ধ্রæব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। গানটির ভিডিওতে দেখা যাবে সিয়াম-নাদিয়া নদীর রোমান্স। রাজধানীর উত্তরা এবং আজিমপুর কলোনীতে ভিডিওটির শূটিং হয়। নির্মাণ করেছেন আল মাসুদ নিজেই। তিনি জানান, মানুষের কমে যাওয়া আবেগ-অনুভূতি, নিয়েই ‘আমাদের সেই প্রেম’ গানটি। এখন আবেগ-অনুভুতি প্রকাশ করা যতটা সহজ, এই তো কয়েক বছর আগেও সেটা অতটা সহজ ছিলো না। এতে করে আবেগ-অনুভূতির গাঢ়ত্ব কমে যাচ্ছে। মুলত: সেই চিন্তা থেকেই গান এবং ভিডিও নির্মাণ। ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমাদের সেই প্রেম’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
ছবিঃ আমাদের সেই প্রেম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।