বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : পুলিশী বাধার মুখে রাজশাহী নগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ কর্মসুচি পালন করেছে। সকাল এগারোটায় মালোপাড়াস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলেই পুলিশী বাধার মুখে পড়ে। ফলে সেখানেই সমাবেশ করে। রাজশাহী সিটি মেয়র ও মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজি হেনা ও রাজশাহী জেলা বিএনপি’র ভারপ্রাাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মহসিন ইসলাম প্রমুখ। মেয়র বুলবুল বলেন, অবৈধ ও অনির্বাচিত সরকারের প্রাধানমন্ত্রী সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বেগম জিয়াকে কারাগারে রেখেছে। বেগম জিয়া অসুস্থ হলেও তাঁকে সুচিকিৎসা না করে নিজেদের ডাক্তার দিয়ে চিকিৎসার তাল বাহানা করছে। ক্রমান্বয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তারকে দিয়ে তার অবস্থা পরীক্ষা করার দাবি জানান তিনি। সেইসাথে আগামী ১৫ এপ্রিল জনসমাবেশ সফল করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। বাংলাদেশের উন্নয়নের রুপকার ও গণতন্ত্র রক্ষার লৌহমানবী সকল নির্যাতন ও বাধাকে অতিক্রম করে এদেশেই থাকবেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন। অতীতের ন্যায় দুর্নীতিবাজ সরকারের প্রাধানমন্ত্রী দেশ পরিচালনার যোগ্যতা হারিয়ে এখন নিজের পিঠ বাঁচানোর জন্য প্রাহসনের নির্বাচনের পাঁয়তারা করছে। অবৈধ সরকারের পতন ও গণতন্ত্র রক্ষা করার লক্ষে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।