Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কিশোরগঞ্জে শীর্ষে হয়বতনগর মাদরাসা ট্যালেন্টপুলে সর্বোচ্চ বৃত্তি

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ শিক্ষা বর্ষে জেডিসি ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তি তালিকায় কিশোরগঞ্জে শীর্ষে হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল যে ফল প্রকাশ করে তাতে হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা থেকে জেডিসি পরীক্ষায় ৬ জন ট্যালেন্টপুলে ও ১০ জন সাধারণ গ্রেডে এবং এবতেদায়ী শিক্ষা সমাপনীতে ৭ জন ট্যালেন্টপুলে ও ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। যা কিশোরগঞ্জ জেলায় সেরা ফল। এমন অর্জনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক আল্লাহ রব্বুল আলামীনের শুকরিয়া আদায় করেন এবং আরো ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। এর আগেও বিভিন্ন পরীক্ষায় এই মাদরাসার ছাত্র-ছাত্রীরা শতভাগ পাশের সফলতা দেখিয়েছে। গতকাল সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এক সংবাদ সম্মেলনে বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এবছর মেধা কোটায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পাচ্ছে ৩৩ হাজার শিক্ষার্থী, যা আগে ছিলো ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ছিলো ৩৩ হাজার। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা করে এবং সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ