Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবন-১০ লঞ্চের ওপর কির্তনখোলার আঘাতে যাত্রীরা আতঙ্কিত

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


বরিশাল ব্যুরো : বরিশালের হিজলায় মেঘনা নদীল মিয়ার চরে সোমবার গভীর রাতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি সুন্দরবন-১০’ এর উপর আছড়ে পড়ে বরিশালগামী অপর যাত্রীবাহী লঞ্চ ‘এমভি কির্তনখোলা-২’। এতে মধ্যরাতে ঘুমিয়ে থাকা উভয় লঞ্চের যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়া দৌড়ি শুরু করে। ঘুমন্ত নারী ও শিশুরা মধ্যরাতের ঐ দুর্ঘটনায় আতংকিত হয়ে চিৎকারও শুরু করে। লঞ্চটি তীরে ভিড়িয়ে থাকার কারনে যাত্রী সাধারণের কোন ক্ষতি না হলেও সুন্দরবন লঞ্চের ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সুন্দরবন লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার রুহুল আমিন সাংবাদিকদের জানান, তার লঞ্চটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। রাত আনুমানিক আড়াইটার দিকে বরিশালের হিজলার মেঘনা নদীতে ভাটার কবলে পড়ে মিয়ারচর এলাকায় নোঙ্গর করে লঞ্চটি থামিয়ে রাখা হয় জোয়ারের অপেক্ষায়। রাত তিনটা দশ মিনিটের সময় ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা কির্তনখোলা-২ লঞ্চটিকে সিগনাল দেবার পরও তারা পিছন থেকে সুন্দরবন লঞ্চের উপর সজোড়ে আঘাত করে। এতে লঞ্চের পিছন সাইডের ব্যাপক ক্ষতি হয়েছে। যা সংস্কার করতে ৫ থেকে ৬ লক্ষ টাকার মত খরচ হতে পারে।
এরপর মেঘনায় জোয়ার আসার পর সুন্দরবনÑ১০ পুনরায় যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকালে ঘাটে এসে তারা কির্তনখোলা-২ লঞ্চের বিরুদ্ধে বরিশাল নদী বন্দর নৌ ট্রাফিক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসময় সুন্দরবনের বেশ কিছু যাত্রী অভিযোগ করে বলেন, থেমে থাকা লঞ্চটির উপর পিছন থেকে আঘাত করাটা ছিল উদ্দেশ্যমূলক। যেহেতু সুন্দরবন লঞ্চটি তীরে নোঙ্গর করা ছিল। আর কির্তনখোলা লঞ্চটি পিছন থেকে আসছিল। তাদের চোখে পড়ার কথা, যে একটি লঞ্চ মেঘনার তীরে নোঙ্গর করা। আর এসব অদক্ষ চালকদের কারণেই সাধারণ যাত্রীরা অনেক সময় হয়ে যায় বেওয়ারিশ লাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ