রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : টেন্ডার পাওয়ার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে কাজ না করায় দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠানের জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মান ও মেরামত কাজ দীর্ঘায়িত হতে চলেছে।
উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন জানান, দেবহাটা উপজেলার ছালেহা এন্টারপ্রাইজ এর স্বত্ত¡াধিকারী আবুল কালাম আজাদ আশাশুনির নাকতাড়া ও পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল ও মেইন গেট নির্মান কাজের টেন্ডারে লোয়েস্ট হিসাবে নির্বাচিত হন। কিন্তু তিনি এনওএ গ্রহণ করেননি। একই ভাবে কালিগঞ্জের নাহিদুল ইসলাম আশাশুনির দুর্গাপুর ও বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের কাজ পান। কিন্তু তিনিও এনওএ গ্রহন করেননি। তারা রড ও সিমেন্টের মূল্যবৃদ্ধির কারণে কাজ করবেন না বলে জানিয়েছেন। ফলে তাদের জামানতের টাকা যথাক্রমে ৫২ হাজার ও ১৭ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।