Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে ওলামা পরিষদ গঠিত

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : রাউজান উলামা পরিষদের নতুন কমিটি গঠনকল্পে আলোচনা সভা গতকাল দুপুরে এমদাদুল ইসলাম মাদ্রাসায় প্রবীণ মুহাদ্দিস হজরত মাওলানা ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস হজরত আল্লামা জনাব আহমদ দিদার। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসিরুদ্দিন মুনির। উক্ত সভায় রাউজান উলামা পরিষদের ২০১৮-১৯ সেশনের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাখ্য পাঠ করানো হয়। এতে সভাপতির পদে আল্লামা ইছহাক আল-মক্কী ফতেহনগর, সাধারণ সম্পাদকের পদে মাওলানা শাহাদত হোসেন গহিরা,সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা ওসমান সিকদার গহিরা,সহ সভাপতি আল্লামা হাজী ইউছুপ সায়্যিদুশ্ শুহাদা, শেখ আবদুল্লাহ পাহাড়তলি ও মাওলানা ক্বারী শহিদুল্লাহ কান্দিপাড়া,যুগ্মসম্পাদ হাফেজ রিদওয়ান কান্দিপাড়া, মাওলানা রহমতউল্লাহ দক্ষিন রাউজান, সহ সম্পাদক , মাওলানা মাহমুদুল্লাহ পাহাড়তলি ও নূরুল কবির সাদী বদুপাড়া,সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম খান সুলতানপুর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরুল ইসলাম সুলতানপুর,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ পহলোয়ানপাড়া,অর্থ সম্পাদক এইচ এম ওসমান খলিলাবদী,যুগ্ম অর্থ সম্পাদক মুফতী লোকমাম শরিফপাড়া, ক্বারী খলিলুল্লাহ ফতেহনগর,সহ অর্থ সম্পাদক হাফেজ হারুনুর রশীদ দ:গহিরা,মাও:হাবিবুর রহমান উরকিরচর,শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা বদরুল হক বাচামিয়ার দোকান,মাওলানা ইউনুছ দ:গহিরা,প্রচার সম্পাদক আবু দারদা মাসুম বাচামিয়ার দোকান,যুগ্ম প্রচার সম্পাদক এরফান বিন সোলাইমান কান্দিপাড়া,সহ প্রচার সম্পাদক মাও: রাইহান দলইনগর, মাও:ওবাইদুল্লাহ ফতেহনগর,জোনাইদ পশ্চিম গহিরা,ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মাওলানা সাইফুল্লাহ কান্দিপাড়া,মাও:নুরুল আমিন তোতাগাজীপাড়া,ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক মুফতী নাছির উদ্দীন এয়াছিন নগর,মুফতী মঈনুদ্দিন পশ্চিম গহিরা, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক এডভোকেট জিয়াউর রহমান দ: রাউজান,দপ্তর ও মিলানায়তন সম্পাদক মাও: মুরশেদুল ইসলাম শরিফপাড়া,আপ্যায়ন সম্পাদক মাও: মাহমুদুল্লাহ দলইনগর,সম্মানিত সদস্যমও: হারুন দ: গহিরা,মাও: ফজলুল হক চিকদাইর,রশীদ আহমদ কতোওয়ালী ঘোনা, মাও: আবু জাফর উত্তর সত্তা, মাও: আরমান তাজ কদলপুর,মাও: ইব্রাহীম নোয়াপাড়া, মাও: আব্দুল আউয়াল মাসুদ সুলতানপুর।এতে উলামা পরিষদের শুরা কমিটিরসদস্যবৃন্দ ও রাউজানের সর্বস্তরের উলামা মশায়েখগন উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ