Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার কর্তৃক পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের কয়ানিজপাড়াস্থ কলেজ চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর সভাপতি সাংবাদিক আমিনুল হক। সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোখছেদুল মোমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল বাসির মিয়া।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু ও সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, লায়ন আলহাজ্ব মো. আজমল সরকার, লায়ন কাজী মো. একরামুল হক ও সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আকতার হোসেন ফেকু প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজে সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ ও সহকারি শিক্ষিকা মোছা. বিলকিছ বাণু। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৯০ ইভেন্টে কলেজের ৫’ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ