রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ৩০০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে মাদক পাচারের অভিযোগে আটক করেছে র্যাব। সড়কপথে বড় একটি মাদকের চালান ঢাকায় পাচার হওয়ার খবরে মঙ্গলবার ভোরে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ঢাকা সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড়ে চেকপোষ্ট বসিয়ে গাঁজাভর্তি নীল রংঙ্গের একটি মাইক্রোবাসসহ চালক মোঃ রবীন আহমেদ (২৮) ও মোঃ সবুজ মিয়াকে (৩৫) আটক করা হয়। উক্ত অভিযানের নেতৃত্ব দেন ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও সহকারী পরিচালক চন্দন দেবনাথ।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেসব্রিফিং করে সাংবাদিকদেরকে এসকল বিষয়ে অবগত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।