প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আব্দুল জাব্বার সব কিছুতেই জোর খাটায়। এজন্য এলাকার সবাই তাকে জোর জব্বার বলে ডাকে। তবে তার সামনে জোর জব্বর বলার সাহস কারো নাই, পিছনেই এই নামে ডাকে। জোর জব্বারের বাবার আমলের একটা ইঞ্জিন বিহীন গাড়ি রয়েছে। এই গাড়ি রঙ করে নতুন গাড়ির মত করে রাখে জোর জব্বার। গাড়ির নাম দিয়েছে পংখীরাজ। তার দুজন সহকারি মানিক ও ইকো। গাড়ির স্টিয়ারিংয়ে জব্বর বসে থাকে আর তারা গাড়ি ঠেলে নিয়ে যায়। তার এলাকায় তার প্রতিদ্ব›দ্বী হিসেবে রয়েছে শামসু গ্রæপ। সামসুর সাথে জব্বারের দা কুমড়ো সম্পর্ক। কিন্তু শামসুর ছোট বোনেকে পছন্দ করে জব্বার। এতে শুরু হয় বিপত্তি। এমন এক গল্প নিয়ে স¤প্রতি নির্মিত হয় নাটক জোর জব্বার। ইন্সাইট ক্রিয়েশনের ব্যানারে সৌরভ সাফওয়ানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি যোথভাবে পরিচালনা করেছেন হেলাল উদ্দিন ফারহান ও সৌরভ সাফওয়ান। নাটকটিতে অভিনয় করেন ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, মারজুক রাসেল, রেজাউল আমিন সুজন, মাসুম, বিটলু শামীম ও আরো অনেকেই। নাটকটি আসছে ঈদে যে কোন একটি চ্যানেলে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।