Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলন -ইশা ছাত্র আন্দোলন

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনাগত ত্রæটি ও কিছু লোকের অসাধু মানসিকতা সম্পন্ন কর্মকাÐের কারণে প্রতিবারই শিক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হয়। এর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। গতকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।
নেতৃবৃন্দ আরও বলেন, অসাধু চক্র পরীক্ষার আগে প্রশ্নফাঁস করে। ২০১২ সাল থেকে নিয়মিত এ প্রবণতা চলে আসছে। কিছু লোভী ও নীতিহীন শিক্ষক-অভিভাবকও এ ন্যাক্কারজন কর্মের সঙ্গে জড়িত। এবারও ঘটবে না নিশ্চয়তা দিয়ে বলা কঠিন। যদি প্রশ্নফাঁসে পুনরাবৃত্তি ঘটে তাহলে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ