Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ বরাদ্দ দিন - ইসলামী কৃষক-মজুর আন্দোলন

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাকুরীজিবীদেরকে বৈশাখী ভাতা দিয়ে সন্তষ্ট রাখার পাশাপাশি কৃষককে ক্ষতির থেকে রক্ষা করে লাভবান করতে ক্ষতিগ্রস্ত আলু ও বেগুণ চাষীদের জন্য বিশেষ বরাদ্ধ দেয়ার দাবী জানিয়েছেন ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির। তিনি বলেন, দেশের আলু চাষীরা প্রতিমন আলুতে কমপক্ষে ১০০ টাকা লোকসান গুনছেন, আর বেগুন চাষীরা প্রতিমন বেগুনে ২০০ থেকে ২৫০ টাকা লোকসান গুনতে বাধ্য হচ্ছে। যা সরকারের কর্মকর্তারা দেখেও নিরব রয়েছে। সরকার কৃষকদের এ অবস্থায় নির্বিকার থাকলে ভবিষ্যতে দেশে কৃষি কাজ করার মতো কৃষক পাওয়া দুস্কর হযে যাবে। গতকাল বিকেলে ইসলামী কৃষক-মজুর আন্দোলন ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত নগর কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত দাবী জানান। ইসলামী কৃষক-মজুর আন্দোলন ঢাকা মহানগর আহবায়ক আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আকন্দ, হাজী মোঃ সেলিম, সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ ও হাজী মোহাম্মদ আবদুল্লাহ প্রমূখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ