Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি শিল্প প্রতিষ্ঠানের তালিকা থেকে বাদ যাচ্ছে পেট্রোবাংলা

নতুন বিলের রিপোর্ট চ‚ড়ান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

পেট্রোবাংলাকে জাতীয়করণের তফসিল থেকে বাদ দিয়ে সংসদে উত্থাপিত বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ বিল- ২০১৭ এর রিপোর্ট চ‚ড়ান্ত করেছে সংসদীয় কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে রিপোর্টটি চ‚ড়ান্ত করা হয়।
জানাগেছে, গত বছরের ১৭ সেপ্টেম্বর দশম সংসদের ১৭তম অধিবেশনের প্রথম দিনে বিলটি সংসদে উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ১৯৭২ সালের ১৬ নম্বর প্রেসিডেন্টের আদেশের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তীতে এর সঙ্গে আরও কিছু সংশোধনী আনা হয়। এটি ইংরেজিতে ছিল ও অনেকগুলো অধ্যাদেশ সংযোজিত ছিল। মূল আইনে প্রেসিডেন্টের আদেশে যে তফসিল ছিল সেখানে ২৫০ এর ওপরে শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছিল, সেটিই এখন বাংলায় করা হয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেট্রোবাংলা ছিল। বর্তমানে পেট্রোবাংলা আলাদা মন্ত্রণালয়ে চলে যাওয়ায় এখান থেকে বাদ দেয়া হয়েছে। প্রস্তাবিত আইনে কর্পোরেশনের অনুমোদিত মূলধন কী পরিমাণ হবে তা সরকারের হাতে রাখা হয়েছে। আইনের সংজ্ঞায় নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যেমন তফসিলভুক্ত শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এগুলো বাদ দেয়া এবং কোম্পানি আইন, তফসিল, বিধি, কয়েকটি শব্দ যোগ করা হয়েছে। সরকারের মালিকানাধীন বর্তমান শিল্প প্রতিষ্ঠানের নাম তফসিলে রাখা হয়েছে, যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো রাখা হয়নি। বিলের তফসিলে বাংলাদেশ জুটমিলের আওতায় রয়েছে ৩১টি, বাংলাদেশ টেক্সটাইল মিল করপোরেশনের ৩২টি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতায় ১৬টি, ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের আওতায় ১৩টি এবং বিসিআইসির আওতায় ১৯টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে গতকালের বৈঠকে চিনিকলগুলোকে লাভজনক করার লক্ষ্যে বছরের অধিক সময় উৎপাদনে থাকার জন্য আখচাষীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আখের উৎপাদন বৃদ্ধি এবং চিনিকলগুলোতে মাঠ থেকে আখের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার রাস্তার সংস্কারের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে কৃষিখাতের প্রয়োজন অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্টিজ কর্পোরেশনের (বিসিআইসি) সার কারখানাগুলোতে উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ