Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রেল কর্মচারী গ্রেফতার

হাসপাতালের কেবিনে বসে ইয়াবা বিক্রি !

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : হাতে ব্যান্ডেজ, হাসপাতালের কেবিনে শুয়ে আছেন তিনি। এ অবস্থায়ও চালিয়ে যাচ্ছেন মাদক ব্যবসা। খবর পেয়ে ১ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটক মোঃ বখতিয়ার রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের কর্মচারী। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টায় রেলওয়ে সিআরবি এলাকার (বক্ষব্যাধি) হাসপাতালের ৬ নম্বর কেবিন থেকে তাকে আটক করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা ইবনে শফি আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, ২ দিন আগে ভাঙা হাতের চিকিৎসার জন্য রেলওয়ে হাসপাতালে ভর্তি হন বখতিয়ার। রোববার রাতে তার কাছে ইয়াবার ৫টি প্যাকেট পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। রাতেই হাসপাতাল থেকে তাকে আটক করে নিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তিনি নিজেও মাদকাসক্ত আবার মাদকের ব্যবসাও করেন। এ কারণে রেলের কর্মচারী হিসেবে হাসপাতালে চিকিৎসা পাওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে প্রথমে ভর্তি করাতে চায়নি। পরে মুচলেকা নিয়ে তাকে ভর্তি করা হয়। এছাড়া এরআগে নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। সেখানেও তার ব্যক্তিগত ফাইলে মাদকাসক্ত বলে উল্লেখ করা হয়েছে। পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবহন বিভাগের গার্ড হিসেবে কর্মরত মাদকাসক্ত বখতিয়ার দীর্ঘদিন ধরেই ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িয়ে পড়েন। এছাড়া মদ খেয়ে ট্রেনে উঠে বিভিন্ন সময় মারামারির ঘটনা ঘটিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ