Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৮

৪ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ আইনজীবী

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম


রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের বিশেষ জজ আদালতের পিপি, আলোচিত জাপানি নাগরিক হোসি কোনিও এবং কাউনিয়ার মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক (বাবু সোনা) নিখোঁজ হওয়ার ৪ দিনেও উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে র‌্যাব, পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানিয়েছে, আইনজীবী রথীশ চন্দ্র বাবু সোনা নিখোঁজের ঘটনায় ইতিমধ্যে চার জামায়াত-শিবির কর্মীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিঠাপুকুর থানার মালতলা ভবানীপুরের মৃত আব্দুল হাকিমের পুত্র মোকলেছুর রহমান (৪০), একই গ্রামের আব্দুল হাকিমের পুত্র মশিউর রহমান (৪৮), মৃত আব্দুল হাকিমের পুত্র মাহফুজার রহমান (৫৫), আরিফপুর গ্রামের মমতাজ উদ্দিনের পুত্র মোঃ শফিকুল ইসলাম ও বদরগঞ্জ থানার আনাবিল লোহানী। এছাড়া, নগরীর ডিমলা কানন গোটলার আলম শেখের পুত্র দেলোয়ার হোসেন, মৃত হায়দার আলীর পুত্র মো. রফিক মিয়া, ছালাম মিয়ার পুত্র জিয়ারুল মিয়া ও আজহারুল মিয়ার পুত্র বাহারুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। চার জামায়াত-শিবির কর্মীসহ আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, নিখোঁজ আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিককে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রæত এর সমাধান করতে পারবো। এদিকে, আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিককে উদ্ধারের দাবিতে বিভিন্ন সংগঠন মানব বন্ধন ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে। তাকে উদ্ধারের দাবীতে গতকাল সোমবারও আদালত পাড়ায় দুপুর ১২টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন আইনজীবীসহ সংশ্লিষ্টগণ।
উল্লেখ্য, এ্যাডঃ রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা গত ৩০ মার্চ সকালে নিজ বাসভবনের সামনে থেকে একটি মোটরসাইকেলে করে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ