বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে গত রোববার সকালে বঙ্গবন্ধু সাফারী পার্কে বংশবিস্তারের লক্ষ্যে প্রজনন করাতে গিয়ে বাঘের আক্রমনে তিন পায়ের বাঘিনী মারা গেছে। সুন্দরবনে শিকারীদের ফাঁদে পড়ে এক পা হারানো বাঘিনীটিকে ২০১৩ সালে ২৪ মে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের দক্ষিণ আফ্রিকা থেকে আনা আরো নয়টি রয়েল বেঙ্গল টাইগারের সাথে রাখা হয়। কিন্তু সুন্দরবনের এ বাঘিনী বঙ্গবন্ধু সাফারী পার্কে আফ্রিকান বাঘের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। সবসময় সে একা একা থাকতো। তারপরও হঠাৎ হঠাৎ তার গর্জনে আফ্রিকার টাইগাররাও চুপসে থাকতো। এক পা হারানো বাঘিনীটি প্রজননে পূর্ণাঙ্গ বয়স অতিক্রম করায় পার্ক কর্তৃপক্ষ প্রজননের চেষ্টা শুরু করে তার ওপর। গত বুধবার আফ্রিকার পুরুষ রয়েল বেঙ্গল টাইগারের সাথেই তাকে মিলিত করার উদ্দেশ্যে কর্তৃপক্ষ ট্রাঙ্কুলাইজার গানে চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে তাকে অচেতন করেন। তবে অচেতন হওয়ার পরই আফ্রিকান কয়েকটি বাঘ তার ওপর আক্রমন করে তাকে গুরুতর আহত করে। পরে চিকিৎসা দিলেও সে আর সুস্থ হয়ে উঠেনি। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোতালেব হোসেন জানান, বাঘিনীকে আমরা বংশবিস্তারের লক্ষ্যে প্রজননের চেষ্টা করেছিলাম। কিন্তু বার্ধক্যজনিত সমস্যা থাকায় সে গর্ভধারণ করেনি। বাঘের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তকারী দলের সদস্য শ্রীপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল জলিল জানান, প্রাথমিক ভাবে বন্যপ্রাণী বাঘের মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে বাঘটির গায়ে বিচ্ছিন্ন কিছু আঘাতের চিহ্ন ছিল। আমরা প্রাথমিক স্যাম্পল সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় পশু রোগ গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য প্রেরণ করেছি। রিপোর্টটি হাতে আসলেই মৃত্যু সঠিক কারণ বলা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।