বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তেঁতুলিয়া(পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ে বাড়ির সীমানা নিয়ে দ্ব›েদ্বর জেরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ । পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের কালিখাপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে দ্ব›েদ্বর জেরে ইউনুস আলী (১৭) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশির পিটুনিতে আহত ওই কলেজ ছাত্র গত রোববার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। নিহত কলেজ ছাত্র পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের কালিখাপুর গ্রামের সফিজুল ইসলামের ছেলে। প্রতিবেশীরা জানায়, গড়িনাবাড়ি ইউনিয়নের কালিখাপাড়া এলাকার সফিজুল ইসলামের সাথে প্রতিবেশি হাসিবুলের বসত ভিটা সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। এর জেরে গত শনিবার দুপুরে হাসিবুল তার লোকজন নিয়ে সফিজুলের বাড়িতে হামলা করে। এসময় সফিজুলের কলেজ পড়–য়া ছেলে ইউনুস আলী তাদের বাঁধা দিেেল তাকে লাঠি দিয়ে বেধম মারধর করে হাসিবুলের লোকজন। এক পর্যায়ে ইউনুস মাটিতে লুটিয়ে পড়ে। পরিবার ও স্থানীয়রা তাৎক্ষনিক ইউনুসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ ছাত্র মারা যায়। এ ঘটনায় নিহত কলেজ ছাত্রের বাবা সফিজুল ইসলাম সোমবার পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই এলাকার পরমত আলীর দুই ছেলে হাসিবুল ও জবিরুল ইসলামকে আটক করে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, রবিউল হাসান সরকার জানান, নিহত ওই কলেজ ছাত্রের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনায় আমরা দুই আসামীকে গ্রেফতার করেছি। অন্যানা আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।