রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলার লালমোহন উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান রুমিকে ফুল দিয়ে বরণ করে দায়ীত্ব বুজিয়ে দিয়ে হাজারো মানুষের চোখের জল ফেলে বিদায় নিলেন ইউএনও মো. শামছ‚ল আরিফ। এর আগে গত শনিবার বেলা ১১টায় লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, লালমোহনের বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. শামছ‚ল আরিফ ছিলেন একজন সুশাসক, সুশাসনের জনক, লালমোহনের ইতিহাসে এরকম সৎ, সুযোগ্য, নিরঅহঙ্কার, জনবান্ধব কর্মকর্তা আসেনি। নির্বাহী কর্মকর্তা মো. শামছ‚ল আরিফে কর্মময় সময়ে তিনি বাল্যবিয়ে রোধ, মানসম্মত শিক্ষাব্যবস্থার উন্নয়নের লক্ষে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য তিনিই সারা বাংলাদেশে প্রথম সিসি ক্যামেরা বসিয়ে পরীক্ষা গ্রহণ, স্যাটেলম্যান্ট, ভ‚মি অফিস, সাবরেজিস্ট্রি অফিস, দালাল ও ঘুষমুক্ত করা, মাদকমুক্ত পরিবেশ, ইভটিজিং, স্বাস্থ ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র মানুষের সাহায্য, গরিব অসহায়দের পাশে দাঁড়ানো, গ্রামআদালতের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে জনমনে একজন মানুষ নামের ফেরেশতা হিসেবে গণ্য হয়েছিলেন মানুষের মাঝে। তার বদলির খবর শুনে লালমোহনে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়েন। বিশেষ করে গরিব অসহায় মানুষ যারা ছিল বঞ্চিত, অবহেলিত মানুষ তার কাছে যেতে কোনো সমস্যা হতো না। প্রায় সবার কছে তার ফোন নাম্বার ছিল।
তার বিদায়ে অসহায় মানুষরা বেশি অসহায় হয়েছে বলে জানান এক পঙ্গু আব্দুল মালেক। তার বিদায় সংবর্ধনায় অনেক অসহায় বৃদ্ধ, পঙ্গু মানুষরাও যোগ দেন। সভায় সব শ্রেণির মানুষ যোগদান করেন। চেয়াম্যান, শিক্ষক, পুলিশ প্রশাসন, ভ‚মি প্রশাসন, এনজিও, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাকে বিদায় সংবর্ধনা দেয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) বকুল চন্দ্র কবিরাজ, ভাইস চেয়াম্যান ফকরুল আলম হাওলাদার, চেয়াম্যান, শিক্ষক, রাজনীতিক ও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। সভা পরিচালনা করেন সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।