Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুল শঙ্কামুক্ত -চিকিৎসক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ পিএম | আপডেট : ৩:৫৪ পিএম, ২ এপ্রিল, ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কামুক্ত। আজকালের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার বিকালে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামান এ কথা জানান।

এর আগে সকালে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানান, মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এর পর পরই তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়।

দিদার জানান, মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।

হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে মির্জা ফখরুলের চিকিৎসা চলছে বলে জানান তিনি।

ফখরুলের মা ফাতিমা আমিনও বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছু দিন ধরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন।



 

Show all comments
  • Sk.lokman.hossain ২ এপ্রিল, ২০১৮, ৮:১৫ পিএম says : 0
    আল্লাহ আপনাকে সুস্থ করুন।এবার সুস্থ হলে নিজের চিন্তা করুন।এ দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কোন কাজ হবে না এই সন্ন্যাসীর পিছনে শ্রম দিয়ে কোন সুনাম হবে না। কৃত কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মাফ করার মালিক আল্লাহ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ