Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের নীলনকশা রুখে দেয়ার আহ্বান মির্জা ফখরুলের

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সরকারের একদলীয় শাসন কায়েমের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল (রোববার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচির সূচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সারাদেশে লিফলেট বিতরণ করা হবে। এটি কয়েকদিন চলবে। দেশনেত্রীকে বেআইনিভাবে ও প্রতিহিংসামূলকভাবে আটক রাখা এবং বিরোধী দলকে নির্মূল করে সরকারের একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন করবার যে নীল নকশা, তাকে রুখে দেবার জন্য আমরা জনগণের প্রতি আহবান জানিয়েছি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপিসহ ২০ দলীয় জোট এবং সকল গণতান্ত্রিক মানুষ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে রয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাল্লাহ এবং এই অবৈধ সরকারের হীন যে প্রচেষ্টা, তা পরাস্ত করতেও সক্ষম হব।
এর আগে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, একদলীয় শাসন কায়েমের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ান লেখা সম্বলিত লিফলেট বিতরণ শুরু করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদেশে লিফলেট বিতরণের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নয়া পল্টনের বিএনপি কার্যালয় থেকে পায়ে হেঁটে ফুটপাতের দোকানদার, রিকশা চালক, পথচারীসহ সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন। এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, ফরহাদ হোসেন আজাদ, শ্রমিক দলের আনোয়ার হোসেইন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া ১৫ এপ্রিল রাজশাহীতে, ৭ এপ্রিল বরিশালে এবং ১০ এপ্রিল সিলেটে জনসভার কর্মসূচি রয়েছে দলটির।
এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মহাখালীর ওয়্যারলেস গেইট সড়কের ফুটপাতে লিফলেট বিতরণের সময় পুলিশের বাধা মুখে পড়েছেন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারসহ কয়েকজনকে পুলিশ আটক করে বনানী থানায় নিয়ে যায়। খন্দকার মোশাররফ বলেন, ওই এলাকার ফুটপাতে পথচারী ও দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করছিলেন তারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় কর্মসূচি পন্ড হয়ে যায়। এখানে পুলিশ যেভাবে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিল, এটা দুঃখজনক ও অনভিপ্রেত। দেশের গণতন্ত্রের অবস্থা কেমন- তা সহজেই অনুমেয়। উত্তরা এলাকায় লিফলেট বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মিরপুরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। রামপুরা থানা বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড আহমদ আজম খানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করা হয়। শাহ আলী, দারুস সালাম থানা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। কাফরুল, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকায় লিফলেট বিতরণ করেন ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বিমানবন্দর থানা এলাকায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। পল্লবী ও রুপনগর থানা বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।
জোট শরিকদের লিফলেট বিতরণ: ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ লেবার পার্টি রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে। এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে রাজধানীর তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগরে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএমএল মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, এলডিপি তমিজউদ্দিন টিটু, বেলাল হোসেন মিয়াজী, উপাধক্ষ্য মাহবুবুর রহমান, লেবার পার্টির হিন্দুরতœ রামকৃষ্ঞ সাহা, বাংলাদেশ ন্যাপ মো. শহীদুননবী ডাবলু, মো. কামাল ভুইয়া প্রমুখ।
এসময় এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এর কোন বিকল্প নাই। আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য বুকের উপর চেপে বসে থাকা দানব সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে রেখে স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে। বন্দুক, অস্ত্রের জোরে তারা জনগণকে জিম্মি করে রেখেছে। এভাবে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না।
একই কর্মসূচির অংশ হিসেবে নবীনগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপপুর নেতৃত্বে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় লিফলেট বিতরণ শেষে লঞ্চঘাটে পথসভা করেন দলের নেতাকর্মীরা। এ সময় রাজিব আহসান চৌধুরী পাপপু সহ বক্তৃতা করেন বিএনপি নেতা মলাই মিয়া, রফিকুল ইসলাম দেনু, হাজী ছাদেকুল হক ছাদির, উবায়দুল হক ভিপি লিটন, হুমায়ন কবির, নাজমুল হক তুষার, আঃ আওয়াল, আশরাফ হোসেন রাজু, হাবিবুর রহমান হেলাল, আসাদুজ্জামান দুলাল, নুরুল আমিন নুরু, হাসিবুল হাসান শাহিন, রাশেদুল হক কাজী সুমন প্রমুখ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর কাজির দেউড়ি ও নূর আহমদ সড়কে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। এসময় নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ আজিজ, প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রাখা হয়েছে। সরকার একদলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার চক্রান্ত করছে
বরিশাল ব্যুরো জানায়, নগরীর টাউন হল চত্বরে দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী বক্তৃতায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে জনসম্পৃক্ততা বাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরন করা হচ্ছে। সারোয়ার বলেন, ৭ এপ্রিল নগরীতে জনসভা হবেই। এ সময় সিটি মেয়র আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ সভাপতি মনিরুল আহসান মনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর আগে সকালে জেলা জজ আদালত চত্বর থেকে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ কর্মসূচি পালন করা হয়।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, জেলা বিএনপিসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহরের পুর্ব চাঁদকাঠী বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পায়ে হেঁটে সড়কে যাতায়াতকারী মানুষের হাতে তুলে দেওয়া হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান,যুবদল নেতা রবিউল হোসেন তুহিন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক বাচ্চু হাসান খান ।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মেলবোর্ন প্লাজা থেকে পুরানবাজার স্বর্ণকার পট্রি বড়মসজিদ রোড় রেইন্ট্রি তলা শান্তিনগর এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান পৌর বিএনপির সভাপতি এড.শরীফ মো: সাইফুল কবীর ,সাংগঠনিক সম্পাদক এড.জামিনুর হোসেন মিঠু , ছাত্রদল সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফাসহ বিভিন্ন নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে শেরপুর নিউমার্কেট এলাকা থেকে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফজুলল হক লাভলু, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শিপন, সাইফুল ইসলাম, জেলা যুবদলের আহŸায়ক সফিকুল ইসলাম মাসুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়নে লিফলেট বিতরণ করেন থানা বিএনপিসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবুল হোসেন মোল্লা, কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব হোসেন, কাগইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আগানিহাল বিন জলিল তপন, সাধারন সম্পাদক আবু আছাদ, সোনারায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি, বিএনপির নেতা সবুজ, মুঞ্জুর মোরশেদ, মিঠু, হিলু, মিনহাজুল, পাইলট, শীষ, ডাঃ বাছেদ, চঞ্চল রায়, থানা যুবদলের আহবায়ক এমআর ইসলাম রিপন, নিপুন, মিঠু, সুলতান, মনা, রানা, থানা ছাত্রদলের সভাপতি রুহুল হাসান রুহিন, প্রমুূখ।



 

Show all comments
  • জামাল ২ এপ্রিল, ২০১৮, ১:১৩ এএম says : 0
    বিএনপিকে মাঠে আরো বেশি সক্রিয় হতে হবে।
    Total Reply(0) Reply
  • গনতন্ত্র ২ এপ্রিল, ২০১৮, ৩:২১ এএম says : 0
    “ সামাজিক মর্যাদা “ জন সন্মুখে পেন্টে ধরে টানাটানি ছাগল টানার মত, হায়রে !সভ্যতা নীচে নামার আর বাকী আছে কত ??? সামাজিক মর্যাদা আজ এত নিন্মে ভাবতেও লজ্জা হয়, ধনীদের পোষা প্রানীরাও তার চেয়েও বেশী কদরে রয় ৷ এমন করেই নিতে হবে বিবেক কেমনে দিলো সায়, আপনার বেলায় তাই যদি হয় বুঝবেন, সন্মান কোথায় যায় ?? উনি ওতো হতে পারেন মন্ত্রী, সচিব কখন কি ঘটে বলা যায়, দায়িত্ব পালন করছেন বলে যা খুশী করা কি মানায় ?? না লিখা পর্যন্ত যন্ত্রনায় ভূগি দেখলে এসব ছবি, ঘুম, খাওয়া সব অসহ্য লাগে এত সহজ নয় জীবন কাটানো কবি ৷
    Total Reply(0) Reply
  • Rakibul Hasan ২ এপ্রিল, ২০১৮, ১২:৩৫ পিএম says : 0
    স্বৈরাচার নিপাত যাক , গণতন্ত্র মুক্তি পাক !! গুম-খুন নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক !!
    Total Reply(0) Reply
  • Kazi Manik ২ এপ্রিল, ২০১৮, ১২:৩৫ পিএম says : 0
    হাঁয়রে আমাদের অভাগা দেশ? কি অবস্থা আজ দেশটার? আর কত নিচে নামবো আমরা? কিসের ঊন্নয়ন আজ আমরা দাবী করি?
    Total Reply(0) Reply
  • Sohedul Islam ২ এপ্রিল, ২০১৮, ১২:৩৬ পিএম says : 0
    স্বৈরাচারী সরকারের পতন হবেই,,
    Total Reply(0) Reply
  • শামীম ২ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ পিএম says : 0
    when? after Eid?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ