Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লু ইকোনমি কাজে লাগাবে এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

নতুন সমুদ্রসীমার অধিকার পাওয়ার পর বাংলাদেশের জন্য ব্লু ইকোনমিতে যে অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে তার সদ্ব্যবহার করে সুফল পেতে চায় এফবিসিসিআই। গতকাল রবিবার মতিঝিল ফেডারেশন ভবনে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস)-এর এক সভায় এ কথা জানানো হয়।
কমিটির চেয়ারম্যান কাজী খুররম আহমেদ সভায় সভাপতিত্ব করেন। স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ মোহাম্মদ রিয়াদ আলী সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। সভায় বিভিন্ন খাত থেকে আসা সদস্যবৃন্দও অংশ নেন। সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, নতুন সমুদ্রসীমার অধিকার পাওয়ার পর বাংলাদেশের জন্য ব্লু ইকোনমিতে যে অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তার সদ্ব্যবহার করে সুফল পেতে কাজ করবে এফবিসিসিআই।
মৎস্য আহরণ ও পর্যটন ছাড়াও বিভিন্ন খাতকে ব্লু ইকোনমিতে কাজে লাগানো সম্ভব। এতে দেশের অর্থনীতি আরও চাঙা হবে। এক্ষেত্রে এফবিসিসিআই সরকারের সঙ্গে যথাযথ পরিকল্পনা নিয়ে কাজ করতে বিশেষভাবে আগ্রহী। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়নের লক্ষ্যে এফবিসিসিআই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায় বলে সভায় জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ