Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজন ইউএনও’র বিদায়ে কাঁদল কালকিনিবাসী

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

কেন্দ্রীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের মেলা যে উপজেলায়, যেখানে রয়েছে ক্ষমতাসীন আর ক্ষমতাসীনদের লড়াই। আর সরকারী বা বেসরকারী যে কাজই হোকনা কেন যেখানে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ। এমন এক উপজেলা মাদারীপুরের কালকিনি উপজেলা। আর যেখানে ইউএনও’র পদে বসে কাজ করা বড়ই চ্যালেঞ্জের বিষয়। ঠিক সেই জায়গাই ১০মাস ইউএনও হিসেবে কাজ করে সকলের সাথে সমন্বয় রক্ষা করে সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন ইউএনও শেখ হাফিজুর রহমান সজল। উপজেলার উন্নয়ন ও বড়বড় পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে যার ভূমিকা ছিল সাহসিকতার, সমন্বয়, প্রসংশিত ও সাফল্যমন্ডিত। তাই অল্প সময়ে কালকিনির সর্বস্তরের মানুষের মনজয় করতে সক্ষম হয়ে ছিলেন তিনি। কিন্তু হঠাৎ তিনি ময়মনসিংহ বদলি হয়ে যাওয়ায় তার বিদায় অনুষ্ঠান ও তাকে গাড়িতে উঠিয়ে দেয়ার সময় কালকিনির হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আর সকলের চোখে ঝড়তে থাকে তার প্রতি ভালবাসার নির্দশন সরুপ ভালবাসার অশ্রু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনও

১৭ নভেম্বর, ২০২১
৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ