Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্দোলনের মাধ্যমে সরকারের নীলনকশা প্রতিহত করব -মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৮, ৬:৫১ পিএম

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সব নীলনকশা প্রতিহত করব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে সরকারের করা নির্বাচনী নীলনকশা’ আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন

রোববার (০১ এপ্রিল) দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রচারপত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজ লিফলেট বিতরণ করেছি, যাতে জনগণ জানতে পারে, সরকার খালেদা জিয়াকে কীভাবে আটকে রেখেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে জনগণের প্রতি বেশ কিছু আহ্বান জানিয়েছি।’ তিনি বলেন, লিফলেট বিতরণ আমাদের আন্দোলনের অংশ। এরকম শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সব নীলনকশা প্রতিহত করব।’

ফখরুল বলেন, ‘সরকার চায় বিএনপি ও খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করতে। যাতে তারা আবারও ৫ জানুয়ারির মতো ভোট করে ক্ষমতা ধরে রাখতে পারে। সে জন্য বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় আটকে রেখেছে।

দুপুর সাড়ে ১২টার পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রচারপত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। একই দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা।

গত মঙ্গলবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।



 

Show all comments
  • গনতন্ত্র ১ এপ্রিল, ২০১৮, ৯:৩৭ পিএম says : 0
    জনগন বলছেন, “ তৈল ফুরানো বাত্তি “ দেখাচ্ছে না তেমন কিছু করে, করবো, করবো যাচ্ছেন শুধু বলে, মানববন্ধন – রিফলেট বিতরনে কি; জেলের তালা খুলে ? চাবি নইলে কোড়াল লাগে, ভাংতে ঐ সব তালা; আর কতদিন থাকবেন মাতা, নির্জনে একেলা একেলা ? তৈল ফুরানো বাত্তির মত, আন্দোলনের গতি ; ঘুমিয়ে পড়বে ওরা সবাই, জাগতে হলে বেশী রাত্রি ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ