পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : চলতি বছর এবং আগামী বছর এশিয়ার প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশের পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। চীনভিত্তিক ব্যাংক এডিবি বলছে, চীনের অর্থনীতির ধীরগতির কারণেই উন্নয়নশীল এশিয়ার প্রবৃদ্ধিতেও ধীরগতি আসবে। এর আগে ডিসেম্বরে ২০১৬ সালের জন্য এশিয়ার ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলো এডিবি। গত বছর ৪৫টি দেশের সমন্বিত অঞ্চল এশিয়া প্যাসিফিকের প্রবৃদ্ধি হয়েছিলো ৫ দশমিক ৯ শতাংশ। এডিবি বলছে, ২০১৬ সালে চীনের প্রবৃদ্ধি হতে পারে সাড়ে ৬ শতাংশ এবং ২০১৭ সালে তা আরো কমে দাঁড়াতে পারে ৬ দশমিক ৩ শতাংশ। এশিয়ার প্রবৃদ্ধিতে অস্থিতিশীল জ্বালানি তেলের দাম এবং দ্রব্যমূল্যও নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছে এডিবি। তবে কমতে পারে ভারতের প্রবৃদ্ধি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।