Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের দাবি আইনজীবী সমিতির

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের আগে সংবিধান অনুযায়ী আইন প্রণনয়নের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, নীতিমালা প্রণয়ন ছাড়া বিচারপতি নিয়োগ দেয়া ঠিক হবে না। তিনি আরো বলেন, আদালতের রায়ের আলোকে বিচারপতি নিয়োগ দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও মন্তব্য করেন আইনজীবীদের এই নেতা। গতকাল বৃহস্পতিবার আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন সমিতির সভাপতি এসব কথা বলেন । জয়নুল আবেদীন বলেন, নীতিমালা প্রণয়ন ছাড়া বিচারপতি নিয়োগ দেয়া ঠিক হবে না। ২০১৭ সালের ১৩ এপ্রিল হাইকোর্টের এক রায়ের আলোকে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সাতটি যোগ্যতা উল্লেখ করা হয়। ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংবিধানের অষ্টম অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রতি অকৃত্রিম আনুগত্য থাকতে হবে। মেধা সম্পন্ন, পেশাগত দক্ষতা, সূক্ষ বিচারশক্তি ও ন্যায়পরায়ণতা সম্পন্নদেরই কেবল সুপারিশ করা যাবে। লিখিত বক্তব্য পাঠ করে জয়নুল আবেদীন বলেন, আমরা বারবার অনুরোধ করা সত্তে¡ও আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের নীতিমালা বা নিয়োগের ব্যাপারে সরকার কিছুই বলেনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সবসময় আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার সংরক্ষণ এবং বিচারবিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার দায়িত্ব অতীত থেকেই পালন করে আসছে। বাংলাদেশের মানুষ সর্বোচ্চ আদালতের বিচার পাওয়ার অপেক্ষায় থাকেন। সেজন্য দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই রাজনীতির ঊর্ধেব থাকতে হবে। সেজন্য বিচারপতি নিয়োগে সংবিধানের ৯৫ (২) অনুচ্ছেদ অনুসারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি, শেখ তাহসিন আলী, মৌসুমী আক্তার, হাসিবুর রহমান প্রমুখ।



 

Show all comments
  • রেজাউল করিম ৩০ মার্চ, ২০১৮, ১১:৫৫ এএম says : 0
    আমি তাদের সাথে একমত পোষণ করছি
    Total Reply(0) Reply
  • মানিক ৩০ মার্চ, ২০১৮, ২:৪৩ পিএম says : 0
    আসলেই সব কিছু একটা সিস্টেমের মধ্যে আসা দরকার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ