Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর পল্লবীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণ দগ্ধ আরো একজনের মৃত্যু

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর পল্লবীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে আরো একজন মারা গেছেন। তার নাম হাসিন আরা খানম। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন বছরের শিশু রুহি। এই নিয়ে পল্লবীর সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময়ে দগ্ধ পাঁচজনের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুইজনে। আহত ৩জনের মধ্যে ২জনের অবস্থা আশংকা জনক। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি বøকের ১৯ নম্বর রোডের একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দগ্ধ হন পাঁচজন। এতে ভবনের মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের আত্মীয় ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের তিন বছরের মেয়ে রুহি এবং ওই বাড়ির কেয়ারটেকার হাসান (৩২) দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। পুলিশ জানায়, ওই বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য সকালে ঢাকনা খোলেন হাসান। এ সময় বাড়ির সদস্যরাও সেখানে ছিলেন। ট্যাংক পরিষ্কার করার আগে গ্যাস জমেছে কি না পরীক্ষা করতে কাগজের টুকরোতে আগুন ধরিয়ে ট্যাংকের ভেতরে ফেললে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা পাঁচজন দগ্ধ হন। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, ইয়াসমিনের ৪১ শতাংশ, ইয়াকুব আলীর ৭০ ও হাসানের ৩২ শতাংশ শরীর দগ্ধ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ